Saturday, November 8, 2025

প্রথমে কোভিশিল্ড, দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিন পেলেন যোগী রাজ্যের গ্রামবাসীরা

Date:

ফের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার টিকাকরণে গাফিলতির অভিযোগ উঠল স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগর জেলায় একটি গ্রামের ২০ জনকে প্রথম ডোজে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় ডোজে দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। এই নিয়ে শুরু হয়েছে শোরগোল। আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা।
টিকাকরণ নিয়ে এই গাফিলতিতে শোরগোল পড়েছে গোটা উত্তরপ্রদেশে। আর তাতেই নড়েচড়ে বসেছে যোগী সরকার। যোগী প্রশাসনের তরফে বলা হয়েছে, ” এটা নিঃসন্দেহে তদারকির অভাব। যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।”বিষয়টি নিয়ে সিদ্ধার্থনগরের মুখ্য মেডিক্যাল অফিসার জানিয়েছেন, এটা ভুল করে হয়ে গিয়েছে। সরকার কখনওই ভ্যাকসিনের ককটেল করতে বলেনি। মুখ্য অফিসার সন্দীপ চৌধুরী বলেন, “আমরা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে এই কাজের বিবৃতি চেয়েছি। যা পদক্ষেপ নেওয়ার নেব।”
গত ১ এপ্রিল কোভিশিল্ড টিকা দেওয়া হয় ওই গ্রামবাসীদের। এরপর ১৪ মে কিছু যাচাই না করেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল। বিষয়টি নজরে আসতেই কার্যত উদ্বিগ্ন গ্রামবাসীরা। এবিষয়ে চিকিৎসকরা জানান, ককটেল টিকাকরণ এখনও গবেষণার বিষয় এবং তার কোনও সঠিক তথ্যই এখনও উঠে আসেনি। তাই এটি অত্যন্ত গুরুতর বিষয় এবং এক্ষেত্রে এই গাফিলতি মেনে নেওয়া যায় না। যাঁদের উপর এই টিকাকরণ প্রক্রিয়া চালানো হয়েছে, তাঁদের কিছুদিন পর্যবেক্ষণে রাখা উচিত।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version