Sunday, November 9, 2025

হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবারই নারদ-মামলার শুনানি

Date:

হাইকোর্টের ৫ বিচারপতির বিশেষ বেঞ্চে আগামীকাল, বৃহস্পতিবারই হবে নারদ-মামলার শুনানি ৷

বুধবার রাতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ বিশ্বাস এক বিজ্ঞপ্তি জারি করে জানান, যেহেতু ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাব কলকাতায় ততখানি পড়েনি এবং রাজ্য সরকার হাইকোর্টের কর্মীদের আসার জন্য পরিবহণের ব্যবস্থা করেছে, সে কারণেই বৃহস্পতিবার হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম চালু থাকবে৷ এর আগে, মঙ্গলবার হাইকোর্ট জানিয়েছিলো ‘ইয়াস’- কারনে ২৬ এবং ২৭ মে কলকাতার পরিস্থিতি স্বাভাবিক না থাকার আশঙ্কা রয়েছে৷ সে কারনে ওই দু’দিন হাইকোর্টে কোনও শুনানি বা ভার্চুয়াল শুনানি হবে না৷ বুধবার রাতে এই সিদ্ধান্ত থেকে সরে এসে হাইকোর্ট জানিয়েছে, বৃহস্পতিবার আদালতের কাজকর্ম স্বাভাবিকভাবেই চালু থাকবে৷

পাশাপাশি রাতেই হাইকোর্টের বৃহস্পতিবারের শুনানির জন্য যে ‘Cause List’ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে, এদিন বেলা ১১টায় পাঁচ বিচারপতির বিশেষ এজলাসে নারদ মামলার শুনানি শুরু হবে৷

প্রসঙ্গত, গত সোমবার ৫ বিচারপতির এজলাসে নারদ মামলায় গৃহবন্দি থাকা রাজ্যের চার মন্ত্রী-নেতার জামিনের আবেদনের শুনানি শুরু হয়৷ CBI প্রথমেই আদালতে শুনানি স্থগিতের আর্জি জানিয়ে বলে, তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন পেশ করেছি৷ শীর্ষ আদালতে শুনানি শেষ না হওয়া ফর্যন্ত হাইকোর্টের শুনানি স্থগিত রাখা হোক৷ পাঁচ বিচারপতির বেঞ্চ CBI-এর এই আর্জি খারিজ করে শুনানি চালায়৷ মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারবেন না বলে বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়৷
ওদিকে মঙ্গলবারই শীর্শ আদালতে CBI-এর পেশ করা আর্জির ভিত্তিতে সুপ্রিম কোর্টে নারদ মামলার শুনানি হয় অবকাশকালীন বেঞ্চে৷ কিন্তু দুই বিচারপতির প্রশ্নবাণের মুখে CBI খেই হারিয়ে ফেলে৷ এবং মামলা প্রত্যাহার করে নেয়৷ শীর্ষ আদালত নারদ-মামলা হাইকোর্টেই শুনানির জন্য ফেরত পাঠায়৷

আরও পড়ুন- ফের শুক্রবার শপথগ্রহণ, এবার ২ মন্ত্রী-সহ ১২ বিধায়ক

বৃহস্পতিবার পরিবেশ, পরিস্থিতি ঠিকঠাক থাকলে এবং ভার্চুয়াল শুনানির পরিকাঠামো সচল থাকলে, নারদ- মামলারই শুনানি হতে চলেছে হাইকোর্টের ৫ বিচারপতির বিশেষ বেঞ্চে৷ এই মামলার রায়ের উপরই নির্ভর করছে চার নেতা-মন্ত্রীর জামিনে মুক্তির বিষয়টি৷ বৃহস্পতিবার যদি রায় ঘোষণা না হয়, তাহলে ফের বৃদ্ধি পাবে চার নেতা-মন্ত্রীর গৃহবন্দি থাকার মেয়াদ৷

আরও পড়ুন- কাশ্মীরের ছকে বাংলাকে ৩ খন্ড করার ষড়যন্ত্র, বিস্ফোরক দাবি হিন্দি দৈনিকের

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version