Sunday, August 24, 2025

বিপাকে শুভেন্দু -রাজীব, বাঁধ ভাঙা নিয়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

তৃণমূল সরকারের মন্ত্রী হয়ে সবরকম সুবিধা ভোগের পর ভোটের মুখে মানুষের জন্য কাজ করতে চেয়ে দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন রাজ্যের দুই প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Benarjee) এবং শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। মন্ত্রী থাকা অবস্থায় মানুষের জন্য কী কাজ করেছেন তাঁরা? কেন ভাঙল একের পর এক নদী বাঁধ? এবার আতসকাচের তলায় রাজীব-শুভেন্দুর ‘কীর্তি’। ইয়াস এবং কোটালের জেরে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অসংখ্য নদী বাঁধ ভেঙে যাওয়ায় এবার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)।

ইয়াস (Yaas) বাংলায় বড় ধাক্কা না দিলেও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর মিলিয়ে প্রায় ১৩৪ টি বাঁধ ভেঙে যাওয়ার খবর মিলেছে। ফসলের খেতে ঢুকছে সমুদ্রের নোনা জল। প্রায় ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। তার মধ্যে ১৫ লক্ষ মানুষ কার্যত গৃহহীন, ৩ লক্ষ বাড়ি ভেঙেছে। লবণাক্ত জলে শস্যের বিপুল ক্ষতির পাশাপাশি ক্ষতি হয়েছে মাছেরও। প্রশ্ন ওঠে, ধারাবাহিকভাবে নদী বাঁধ মেরামতির টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও এত দ্রুত বাঁধ ভাঙল কীভাবে?

ক্ষমতায় আসার পর দীঘার সমুদ্র তর্কে সুন্দর করে সাজিয়ে ছিলেন মমতা। ইয়াসের (Yaas) দাপটে প্রায় তছনছ দিঘা। ভেঙে গিয়েছে মেরিন ড্রাইভ। মাত্র কয়েক বছর আগে তৈরি মেরিন ড্রাইভ কীভাবে এত ক্ষতিগ্রস্ত হল? বৃহস্পতিবার, রিভিউ মিটিংয়ে সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সেচ দফতরের কাজে ক্ষোভপ্রকাশ করেন তিনি। তদন্তের নির্দেশ দেন। প্রশ্ন তোলেন, “টাকা কি জলে দেওয়া হবে, নাকি টাকা দিয়ে জল আটকাব?”

এখানেই প্রশ্নের মুখে দলবদলু ২ সেচমন্ত্রীর ভূমিকা। তাহলে গত দশ বছরে কী কাজ করেছেন দুই প্রাক্তন মন্ত্রী- রাজীব বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী? এরমধ্যে দশ বছরে দীর্ঘ সময় সেচ দফতরের দায়িত্বে ছিলেন রাজীব। এরপর দায়িত্ব পান শুভেন্দু। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন দুজনেই। প্রথমজন বিপুল ভোটে পরাজিত। দ্বিতীয়জন কোনো মতে জিতেছেন।

সেচ দফতরে বাঁধ সংস্কারের জন্য দশ বছর ধরে দফায় দফায় বরাদ্দ হওয়া কয়েক হাজার কোটি টাকা। এই পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত দুই প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে তদন্ত করার দাবি উঠেছে আগেই। এবার বাঁধ ভাঙ্গার কারণ নিয়ে তদন্তের নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

এদিকে শতাধিক বাঁধ ভেঙে লক্ষাধিক মানুষ আতান্তরে পড়লেও ‘মানুষের কাজ করতে চেয়ে দল বদলানো’ দুই প্রাক্তন সেচমন্ত্রী একটি শব্দও উচ্চারণ করেননি। অথচ ঝড় থামার সঙ্গে সঙ্গেই ডায়মন্ড হারবারের দুর্গত মানুষের পাশে ছুটে গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। শুক্রবার আকাশপথে এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রীও। তবে তদন্ত হলে কেঁচো খুঁড়তে কী কেউটে বেরোবে তা নিয়ে ঘাম ছুটেছে অনেকের কপালেই।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version