Tuesday, August 26, 2025

ভারতে এই প্রথম, অ্যান্টিবডি ককটেল প্রয়োগে সুস্থ ৮৪ বছর বয়সী করোনা আক্রান্ত

Date:

ভারতে এই প্রথম। অ্যান্টবডি ককটেল প্রয়োগে সেরে উঠলেন করোনা আক্রান্ত ৮৪ বছর বয়সী মহব্বত সিং। এই প্রথমবার এক করোনা আক্রান্ত ভারতীয়র শরীরে মোনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করা হয়েছিল। তিনি গুরুগ্রামের বাসিন্দা।

মঙ্গলবার মেদান্ত হাসপাতালে Casirivimab ও Imdevimab-এর ককটেল প্রয়োগ করা হয় ৮৪ বছর বয়সী এক করোনা আক্রান্তের শরীরে। তারপর তিনি বেশ কিছুক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সুস্থ হয়ে তিনি বাড়িও ফিরে গিয়েছেন। উল্লেখ্য, করোনার মৃদু উপসর্গ থাকলে এই অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৭০ শতাংশ কমিয়ে দেয়।

আরও পড়ুন-লকডাউন এর সময় অনুষ্ঠিত সব বিয়ে অবৈধ, ফরমান জারি করল মধ্যপ্রদেশ সরকার

হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, Casirivimab ও Imdevimab-এর অ্যান্টিবডি ককটেল ভারতে পাওয়া যাচ্ছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই সিঙ্গল ডোজ ইনফিউসন-বেসড চিকিৎসার অনুমোদন দিয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। যা শরীরে রোগ প্রতিরোধ করতে নিজে থেকে তৈরি করে। মোনোক্লোনাল অ্যান্টিবডি কৃত্রিমভাবে ল্যাবে তৈরি করা হয়েছে। Casirivimab ও Imdevimab মোনোক্লোনাল অ্যান্টিবডি। যা নির্দিষ্টভাবে SARS-CoV-2 এর বিরুদ্ধে প্রয়োগ করা হয়।

সোমবার দেশে Roche-র এই কোভিড অ্যান্টিবডি ককটেলের প্রথম ব্যাচ ছাড়া হয় ভারতীয় বাজারে। এই ককটেলের প্রতিটি ডোজের দাম ৫৯ হাজার ৭৫০ টাকা। উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় ব্যবহৃত হয়েছিল এই ককটেল।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version