Wednesday, November 5, 2025

আজ ফের নারদ মামলার শুনানি কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চে। প্রবল ঘূর্ণিঝড় আসার পূর্বাভাস থাকায় বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণে বুধবার এই মামলার শুনানির কথা থাকলেও তা পিছিয়ে যায়। কিন্তু ঝড়ের প্রভাব কলকাতায় সেভাবে না পড়ায় বৃহস্পতিবার আদালতে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সে মতো প্রথমে এদিন সকাল ১১টায় এই মামলার শুনানি কথা জানানো হয়। কিন্তু সকালে ফের বিজ্ঞপ্তি দিয়ে সময় বদলে দুপুর দুটোয় মামলার শুনানি হবে বলে হাইকোর্টে (High Court) তরফ থেকে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট ঘুরে নারদ (Narad) মামলা ফের এসেছে হাইকোর্টে। বৃহস্পতিবারেই বৃহত্তর বেঞ্চে ওই মামলার শুনানি। আইনজীবী মহলের মতে, এদিনই ওই বেঞ্চ কোনও রায় শোনাতে পারে।

আরও পড়ুন-নিউ ব্যারাকপুরে গেঞ্জির কারখানায় বিধ্বংসী আগুন, ৪ কর্মী আটকে থাকার আশঙ্কা

সোমবার, নারদ মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। এই বেঞ্চে থাকবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি সৌমেন সেন।

১৭ মে নারদ মামলায় রাজ্যের দুই মন্ত্রী-সহ চার অভিযুক্ত সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mirta) এবং শোভন চট্টোপাধ্যায়ের (Sobhan Chatterjee) গ্রেফতার করে সিবিআই। ওই দিন সিবিআইয়ের বিশেষ আদালত অভিযুক্তদের জামিন দিলেও, কলকাতা হাই কোর্ট তাতে স্থগিতাদেশ জারি করে। ফলে জেল হেফাজত হয় হেভিওয়েট নেতার। ২১ মে হাই কোর্টের ভিডিশন বেঞ্চ আজ গৃহবন্দি থাকার নির্দেশ দেয়। কিন্তু সেখানে দুই বিচারপতি মুহূর্তে মতভেদ হাওয়ায় মামলাটি স্থানান্তরিত হয় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। ২৪ মে বৃহত্তর বেঞ্চে শুনানি হলেও কোনও রায় ঘোষণা হয়নি। এর মধ্যেই নারদ মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যায় সিবিআই। কিন্তু শীর্ষ আদালতে ভর্ৎসিত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্টের নির্দেশেই মামলাটি ফের কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হয়। বুধবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আদালত বন্ধ থাকায় আজ শুনানি হবে। এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে সবাই।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version