করোনা আক্রান্তদের খাবার পৌঁছে গানও শোনাচ্ছেন প্রদীপ্ত-দেবযানীরা

হাতে গিটার (Gitter)। গলায় গান। করোনা আক্রান্ত পরিবারের দুশ্চিন্তার সময়ে তাঁদের মানসিক স্বস্তি দেওয়ার ভাবনা। নিজেদের উদ্যোগে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে তারা। প্রশাসনের থেকে করোনা (Corona) আক্রান্তদের তালিকা সংগ্রহ করে এরপর তাঁদের বাড়ির কাছে গিয়ে দল বেঁধে গাইছেন গান। মাথাভাঙা শহর জুড়ে ঘুরছেন তাঁরা। প্রদীপ্ত, পিউলি, শৌভিক, দেবযানীরা এভাবেই করোনা আক্রান্তদের পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টায় লড়াই চালিয়ে যাচ্ছেন৷

 

সূত্রের খবর, কোচবিহারের (Coochbeaher) করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আড়াইশো। এরমধ্যে প্রায় চল্লিশ জনের বেশি আক্রান্ত আছেন মাথাভাঙাতে৷ আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ। তাই যাঁরা একসময় ঘরে বসে গান গাইতেন। গিটারে সুর তুলতেন। স্থানীয় মঞ্চে গান শুনিয়ে দর্শকদের মন ভরাতেন সেই শিল্পীরাও হাত গুটিয়ে বসে নেই। নিজেদের সুর-ছন্দকে হাতিয়ার করে করোনা পরিস্থিতিতে সমাজের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। প্রদীপ্ত দাম বলেন, এসময় ওই পরিবারগুলির মন খারাপ। অনেকেই দূরত্ব বাড়িয়েছেন সংক্রমণ আতঙ্কে। তাই তাদের প্রয়োজনীয় সামগ্রী বাজার থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার সঙ্গে গিটার হাতে গান গাইছেন তাঁরা।

Pp

Previous articleযোগীরাজ্যে বিষ মদ খেয়ে মৃত ১১, অভিযুক্তদের বিরুদ্ধে ‘এনএসএ’ লাগানোর নির্দেশ
Next articleশুভেন্দু-ধনকড় নয়, কলাইকুণ্ডাইয়ে মমতার সঙ্গে একান্তেই বৈঠক প্রধানমন্ত্রীর