Thursday, August 21, 2025

সময়টা মোটেই ভাল যাচ্ছে না অভিনেতা তথা বিজেপি (Bjp) নেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)। এবারের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে ভরাডুবি হয়েছে তাঁর। আবার সেই ভবানীপুর কেন্দ্রে ত্রাণ বিলি করতে গিয়ে সপাটে চড় খেলেন রুদ্রনীল। ভবানীপুরের তৃণমূল (Tmc) নেতা বাবলু সিং-এর (Bablu Singh) নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন অভিনেতা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

এই ভবানীপুর কেন্দ্রেই ভোটে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। শুক্রবার, সেই বিধানসভা এলাকারই ৭১ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করতে যান তিনি। অভিযোগ, তৃণমূল নেতা বাবলু সিং দলবল নিয়ে গিয়ে তার ওপর হামলা চালান। রুদ্রনীল অভিযোগ করেন, “আমায় চড়-থাপ্পড় মারতে থাকে। আমার সঙ্গীদেরও মারা হয়েছে। ত্রাণের গাড়িটিও আটকে রাখার চেষ্টা করা হয়।’’ বিষয়টি নিয়ে কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেছেন বিজেপি নেতা। তৃণমূল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে।

তৃণমূলের বক্তব্য, রুদ্রনীলের উপর কেউই হামলা করেননি। ‘‘উনি ভোটে হেরে গিয়ে এখন অভিনয়ের আশ্রয় নিয়েছেন! কেন ওঁকে কেউ শুধু শুধু চড় মারতে যাবে!’’ তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং বলেন, রুদ্রনীলকে শুধু প্রশ্ন করা হয়, ত্রাণ বিলির প্রশাসনিক অনুমতি আছে কি? তাতেই উনি রেগে যান। একটু কথা কাটাকাটি হয়। বিজেপি সূত্রে খবর, দলবদলু হেরে যাওয়া নেতাদের দলে তেমন পাত্তা দিচ্ছেন না বিজেপি নেতৃত্ব। এই কারণে যেকোনোভাবে নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে চাইছেন তাঁরা। রুদ্রনীলের এই কাণ্ড তারই অঙ্গ কি না তাই নিয়ে জল্পনা চলছে।

Pp

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version