Saturday, May 3, 2025

সময়টা মোটেই ভাল যাচ্ছে না অভিনেতা তথা বিজেপি (Bjp) নেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)। এবারের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে ভরাডুবি হয়েছে তাঁর। আবার সেই ভবানীপুর কেন্দ্রে ত্রাণ বিলি করতে গিয়ে সপাটে চড় খেলেন রুদ্রনীল। ভবানীপুরের তৃণমূল (Tmc) নেতা বাবলু সিং-এর (Bablu Singh) নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন অভিনেতা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

এই ভবানীপুর কেন্দ্রেই ভোটে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। শুক্রবার, সেই বিধানসভা এলাকারই à§­à§§ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করতে যান তিনি। অভিযোগ, তৃণমূল নেতা বাবলু সিং দলবল নিয়ে গিয়ে তার ওপর হামলা চালান। রুদ্রনীল অভিযোগ করেন, “আমায় চড়-থাপ্পড় মারতে থাকে। আমার সঙ্গীদেরও মারা হয়েছে। ত্রাণের গাড়িটিও আটকে রাখার চেষ্টা করা হয়।’’ বিষয়টি নিয়ে কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেছেন বিজেপি নেতা। তৃণমূল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে।

তৃণমূলের বক্তব্য, রুদ্রনীলের উপর কেউই হামলা করেননি। ‘‘উনি ভোটে হেরে গিয়ে এখন অভিনয়ের আশ্রয় নিয়েছেন! কেন ওঁকে কেউ শুধু শুধু চড় মারতে যাবে!’’ তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং বলেন, রুদ্রনীলকে শুধু প্রশ্ন করা হয়, ত্রাণ বিলির প্রশাসনিক অনুমতি আছে কি? তাতেই উনি রেগে যান। একটু কথা কাটাকাটি হয়। বিজেপি সূত্রে খবর, দলবদলু হেরে যাওয়া নেতাদের দলে তেমন পাত্তা দিচ্ছেন না বিজেপি নেতৃত্ব। এই কারণে যেকোনোভাবে নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে চাইছেন তাঁরা। রুদ্রনীলের এই কাণ্ড তারই অঙ্গ কি না তাই নিয়ে জল্পনা চলছে।

Pp

 

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version