Tuesday, November 11, 2025

নরম-গরমে কেন্দ্রের কাছে আলাপনের বদলির নির্দেশ ফেরানোর আবেদন মুখ্যমন্ত্রীর

Date:

হাতজোড় করে বলছি আলাপনের বদলির চিঠি ফিরিয়ে নিন- মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) দিল্লিতে বদলি করার চিঠি পাঠানোর পরদিনই নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের কাছে এই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্যসচিবের পাশে রয়েছেন। তিনি বলেন, শুক্রবারের পরপর ঘটনাগুলির জন্য এই সাংবাদিক বৈঠক করছেন তিনি। একইসঙ্গে এটা যে রাজনৈতিক প্রতিহিংসার ফল সেটাও মনে করেন তিনি।

শুক্রবার, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে (Delhi) তলব করে কেন্দ্র। আলাপনের অবসরের দিন ৩১ মে। সেই দিনই অর্থাৎ আগামী সোমবার তাঁকে নর্থ ব্লকে গিয়ে কাজে যোগ দিতে বলা হয়েছে। অথচ দিন কয়েক আগেই মুখ্যসচিব পদে আলাপনের মেয়াদ তিন মাস বাড়ানোর আবেদন করে রাজ্য। তাতে সিলমোহর দেয়ে কেন্দ্র। সাংবাদিক বৈঠকে সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের কাজে এবং ইয়াসের মোকাবিলায় আলাপন বন্দ্যোপাধ্যায় ভূমিকার কথা মাথায় রেখেই তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনের সিলমোহর দিয়েছে মোদি সরকার। কিন্তু তারপর এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ কেন? প্রশ্ন তোলেন মমতা।

এদিন মুখ্যসচিবের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাতদিন কাজ করে আলাপন। রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে”। এরপরই মমতা প্রশ্ন তোলেন, আলাপন বাঙালি বলেই কি তাঁর ওপর এত রাগ? বাংলার মুখ্যসচিবের বিরুদ্ধে এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ অন্যান্য রাজ্যের আমলারাও ভালো চোখে দেখবে না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

আপাতত কেন্দ্রের কাছে আলাপন বন্দ্যোপাধ্যায় বদলির নির্দেশ ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন মমতা। কিন্তু সেটা আটকাতে কী পদক্ষেপ নেবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে তাস লুকিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। শুধু জানালেন, কেন্দ্র যদি আইনের রাস্তায় হাঁটে তাহলে রাজ্যেও বসে থাকবে না।

এদিন সাংবাদিক বৈঠক এ রাজ্যের আইএএস-আইপিএসসহ আমলাদের কাজে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বুঝিয়ে দেন তাঁদের প্রতি কোনও রকম অন্যায় তিনি মেনে নেবেন না। এর আগেও রাজীব কুমারের গ্রেফতারের প্রতিবাদ, রাজ্যের তিন আইপিএসকে হঠাৎ করে বদলির বিরোধিতা করেছিলেন মমতা। এখনও ওই তিনজনকে ছাড়েনি নবান্ন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তাঁর সিদ্ধান্তে যে স্থির সেটা স্পষ্ট বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Pp

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version