Tuesday, May 13, 2025

করোনা আবহে একধাক্কায় অনেকটাই বাড়ল যাত্রীবাহী বিমান ভাড়া। আগামী মাসের ১ তারিখ থেকেই ভাড়া বাড়বে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের অসামরিক পরিবহন মন্ত্রক। শুধুমাত্র ঘরোয়া উড়ানের ভাড়ার সর্বনিম্ন সীমা ১৩ থেকে ১৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। এই নিয়ে চলতি বছরে পরপর দু’বার বাড়ল বিমান ভাড়া। এর আগে মার্চ মাসে বিমান ভাড়া বৃদ্ধি হয়েছিল।
১ জুন থেকেই বিমান যাত্রার ভাড়া বৃদ্ধি কার্যকর হবে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বেসামাল গোটা দেশ। স্বাভাবিকভাবেই কমেছে যাত্রী সংখ্যা। ফলে বিমান পরিবহণ সংস্থাগুলিকে ক্ষতির মুখে পড়তে হয়েছে। সেইকারণেই ভাড়া বৃদ্ধি ছাড়া অন্য কোনও উপায় দেখছে না সংস্থাগুলি। অসামরিক পরিবহণ মন্ত্রকের ঘোষণা অনুসারে, ৪০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য ভাড়ার সর্বনিম্ন সীমা ২,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২,৬০০ টাকা করা হয়েছে। অর্থাৎ, ১৩ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। অন্যদিকে, ৪০ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত উড়ানের ভাড়ার সর্বনিম্ন সীমা এখন থেকে ২,৯০০ টাকার পরিবর্তে ৩,৩০০ টাকা হয়েছে।
বিমানভাড়া বৃদ্ধির পরিমাণ খুব বেশি না হলেও মধ্যবিত্তের উপর আরও কিছুটা চাপবৃদ্ধি বলেই বিষয়টিকে দেখছেন বিশেষজ্ঞরা। এমনিতেই দেশে রান্নার গ্যাস থেকে পেট্রল-ডিজেল সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। তার উপর করোনার প্রকোপে আর্থিক অনটনের মধ্যে রয়েছেন মধ্যবিত্তরা। এসবের মাঝে বিমান ভাড়া বৃদ্ধি আরও একটু ভোগান্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে। কারণ, করোনাকালে যাত্রার পরিমাণ কমে গেলেও মধ্যবিত্তের যাতায়াতর মানচিত্রে এখন ভালোভাবেই জুড়ে গিয়েছে আকাশপথও।

Pp

Related articles

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...
Exit mobile version