Thursday, August 21, 2025

২৬ ঘণ্টারও কম সময়ে এভারেস্টের চূড়ায় উঠে রেকর্ড গড়লেন মহিলা পর্বতারোহী

Date:

নজিরবিহীন! ২৬ ঘণ্টারও কম সময়ে বিশ্বের মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড গড়লেন হংকংয়ের এক মহিলা পর্বতারোহী। সাং ইন-হাং এর আগে কোনও মহিলা পর্বতারোহী এত কম সময়ে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের চূড়ায় ঊঠতে পারেননি।
পেশায় একসময় স্কুল শিক্ষিকা ছিলেন সাং ইন-হাং । কিন্তু পর্বত জয়ের নেশায় হটাৎই মত্ত হয়ে পড়েন। ২০১৭ সালেই সাং ইন–হাং হংকং প্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। এই নিয়ে পরপর তিনবার এভারেস্ট অভিযানে যান ৪৪ বছরের সাং ইন-হাং।
এবারের অভিযানের পরে এভারেস্টের বেস ক্যাম্পের লিয়াজোঁ অফিসার বলেন, হংকংয়ের সাং ইন–হাং ২৫ ঘণ্টা ৫০ মিনিটে ২৯ হাজার ৩১ ফুট (৮৮৪৮.৮৬ মিটার) উচ্চতার এভারেস্টের চূড়ায় উঠেছেন। অভিযানের দিন তিনি বেলা ১টা ২০ মিনিটে বেস ক্যাম্প থেকে রওনা হয়ে পরের দিন বেলা ৩টা ১০ মিনিটে চূড়ায় পৌঁছন।
যদিও এর আগে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছেন নেপালের মহিলা পর্বতারোহী পুঞ্জো ঝাংমু লামা।তিনি সময় নিয়েছিলেন ৩৯ ঘণ্টা ৬ মিনিট। সেই রেকর্ড ভেঙেছেন সাং ইন–হাং। তবে এখনও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে ওঠেনি সাং ইন-হাং -এর।তবে তিনি সরকারি ভাবে এই স্বীকৃতি পাবেন।

অতিমারির কারণে গতবছর এভারেস্ট অভিযান বন্ধ রেখেছিল নেপাল। তবে এবার নেপাল সরকার ৪০৮ জন পর্বতারোহীকে এভারেস্ট অভিযানের অনুমতি দিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এঁদের মধ্যে ৩৫০ জনের কিছু বেশি পর্বতারোহী অভিযানে অংশ নিয়েছেন।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version