Thursday, May 15, 2025

‘আমার কোনও প্রাক্তন স্ত্রী নেই, প্রাক্তন বান্ধবী নেই, প্রাক্তন দলও নেই’, যথারীতি বিস্ফোরক মদন মিত্র

Date:

“আমার কোনও প্রাক্তন স্ত্রী নেই, প্রাক্তন বান্ধবী নেই, প্রাক্তন দলও নেই”à§·

গায়ে লাল পাঞ্জাবি, চোখে সানগ্লাস৷ পুরো তারকা-ইমেজ নিয়ে রবিবার SSKM হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিধায়ক মদন মিত্র। আর বাইরে এসে নাম না করে এভাবেই চড়া ডোজে কটাক্ষ করলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে৷

শোভন-বৈশাখীকে নিয়ে এক প্রশ্নের উত্তরে মদন মিত্র এদিন বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, “আমার কোনও প্রাক্তন স্ত্রী নেই, বান্ধবী নেই, প্রাক্তন ঝান্ডা নাই। আমার এখন একমাত্র কাজ সাধারণ মানুষের সেবা করা।”

গত শুক্রবার নারদ- মামলায় বাকি তিনজনের সঙ্গে জামিন পান মদন মিত্রও। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য SSKM হাসপাতালে চিকিৎসারত ছিলেন মদন মিত্র।

আরও পড়ুন-বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র, দেওয়া হয়েছে অক্সিজেন

রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই লাইভে আসেন মদন। লাইভে একের পর এক গান শোনা যায় মদন মিত্রের কণ্ঠে। তিনি বলেন, “নারদ মামলা নিয়ে আমি কিছু মন্তব্য করবো না। আমি খুবই অসুস্থ ছিলাম। প্রায় মরনাপন্ন৷ আমাকে সুস্থ করে তুলেছে SSKM হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।’ তিনি বলেন, “যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, তাঁরা ভালো থাকবেন। আকাশে থেকে যাদের নজর ভাগাড়ে থাকে, তাদের শকুন বলে। কিন্তু শকুনের অভিশাপে গরু মরে না। তবে শকুনেরাও ভালো থাকুক। ”
মদন মিত্র এদিন SSKM-এর প্রশংসা করলেও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কিন্তু মুক্তি পাওয়ার দিন হাসপাতালের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলেছিলেন। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরেই মদন মিত্র বলেন, “আমার তো কোনও প্রাক্তন নেই। আমি একজন প্রাক্তনকেই চিনি। তিনি প্রসেনজিৎ। আমার কোনও প্রাক্তন স্ত্রী নেই, বান্ধবী নেই, প্রাক্তন ঝান্ডা নেই। আমার এখন একমাত্র কাজ সাধারণ মানুষের সেবা করা। প্রথমেই মাজারে গিয়ে চাদর চড়াব। তারপর যাবো কামারহাটির মানুষের কাছে।

পর মুহুর্তেই গান ধরেন, “চিরদিনই তুমি যে আমার .. ‘ à§· মদন বলেন, “প্রথমে আমি নাতিকে দেখতে যাব। তারপরেই কামারহাটি।” গলা একটু চড়িয়ে তিনি বলেন, “শুনুন কামারহাটিবাসী, মদন মিত্র অক্সিজেন, ওষুধ নিয়ে আসছে আপনাদের জন্য। ও লাভলি। ”

Pp

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version