Sunday, November 9, 2025

‘কফিনবন্দি’ অর্থনীতি, ৪০ বছরে সর্বনিম্ন দেশের জিডিপি -৭.৩ শতাংশ

Date:

পূর্বাভাস আগেই দিয়েছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা(economist)। সোমবার ভারত সরকারের তরফে ২০২০-২১ অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির(GDP) যে বার্ষিক রিপোর্ট পেশ করা হল সেখানে দেখা গেল কার্যত কফিনবন্দি হয়েছে দেশের অর্থনীতি(Indian economy)। রিপোর্ট বলছে ২০২০-২১ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধি -৭.৩ শতাংশ। যা ভারতের অর্থনীতির ইতিহাসে বিগত ৪০ বছরে সর্বনিম্ন। স্বাভাবিকভাবেই লজ্জাজনক এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর মোদি সরকারের অর্থনীতির উন্নয়নের গালভরা ভাষণ ফিকে হয়ে গিয়েছে। যদিও শাসক দলের তরফে গোটা ঘটনার দায় চাপানো হচ্ছে করোনা অতিমারির উপর। পাশাপাশি প্রশ্ন উঠছে করোনা পরিস্থিতি সামাল দিতে গতবছর সরকারের ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ তবে পুরোপুরি ব্যর্থ?

রিপোর্ট অনুযায়ী, বিগত অর্থবর্ষ ২০১৯-২০তে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ছিল ৪ শতাংশ। তবে করোনা পরিস্থিতিতে ক্রমাগত ধাক্কা খেতে থাকা অর্থনীতি কার্যত কফিনবন্দি হয়ে গেল চলতি অর্থবর্ষে। বিগত ৪০ বছরের এবার সর্বনিম্ন ভারতের অর্থনৈতিক বিকাশের হার। এবারের রিপোর্ট বলছে ২০২০-২১ দেশের অর্থনীতি নেমেছে -৭.৩ শতাংশে। যদিও ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শেষ ত্রৈমাসিক রিপোর্ট বলছে জিডিপি গ্রোথ ১.৬ শতাংশ। আর এই হিসেব অনুযায়ী আশা করা হচ্ছে হয়তো অর্থনীতির বৃদ্ধি শুরু হয়েছে।

উল্লেখ্য, গতবছর ২০১৯-২০ অর্থবর্ষ শেষ হওয়ার পরপরই মে মাসে দেশের অর্থনীতিকে দিশা দেখাতে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। টানা ৫ দিন ধরে সেই বিশাল প্যাকেজ সংবাদ মাধ্যমের সামনে পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এত আয়োজনের পর ২০২০-২১ অর্থবর্ষের যে রিপোর্ট প্রকাশ্যে এলো তাতে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকারের ২০ লক্ষ কোটি টাকার সেই প্যাকেজ আদেও কতখানি সমৃদ্ধ করেছে দেশের অর্থনীতিকে?

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version