Friday, August 29, 2025

দুর্গত এলাকায় দুয়ারে ত্রাণ, দ্রুত ক্ষতিপূরণ-পুনর্নির্মাণ: নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইয়াসের (Yaas) পর দ্রুত পুনর্বাসন এবং পুনর্নির্মাণের উপর জোর দিলেন তিনি। এখন ২ লক্ষ লোক ত্রাণশিবিরে রয়েছেন। ঘূর্ণিঝড়ে রাজ্যে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ২.২১ লক্ষ হেক্টর জমির ক্ষতি হয়েছে।

দুর্গত এলাকায় তথ্য ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, দক্ষিণ ২৪ পরগনা জলমগ্ন কয়েকটি এলাকায় ত্রাণ নিয়ে অসন্তোষ রয়েছে। সেসব অঞ্চলের ডিএম-এসপিদের (Dm-Sp) দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। সবার জন্য দ্রুত খাবার, পানীয় জল এবং ত্রিপল- এর ব্যবস্থা করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

যে যে জায়গায় ঘূর্ণিঝড়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত জায়গায় দুয়ারে ত্রাণ ক্যাম্প হবে।

আরও পড়ুন-কমছে সংক্রমণ, কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মৎস্যজীবীদের অনেক ক্ষতি হয়েছে। স্বর্ণ মৎস্য প্রকল্পে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। জেলাশাসক, পুলিশসুপার, থানার আধিকারিক এবং ব্লকের আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামঞ্জস্য রেখে কাজ করার নির্দেশ দেন তিনি।

ক্ষমতায় আসার পর দিঘার (Digha) সৌন্দর্যায়ন বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন মমতা। সেজে উঠেছিল দিঘার সমুদ্র সৈকত। কিন্তু ইয়াসের ধাক্কায় লন্ডভন্ড হয়ে গিয়েছে সব। এদিনের বৈঠকে দিঘা সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, দিঘায় ৭ কিলোমিটার রাস্তার কাজ শেষ করতে হবে।

প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রকৃতিই সহায় । সেই কারণেই সুন্দরবন-সহ দুই ২৪ পরগনায় ম্যানগ্রোভ বাড়াতে হবে।

যেহেতু বন্যা হচ্ছে, তাই আরও ৫০০ ফ্লাড সেন্টার (Flood Centre) বানানোর জন্য নীতি আয়োগের কাছে টাকা চাইতে হবে। মুখ্যসচিবকে সে বিষয়ে চিঠি লিখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

শনিবার, পূর্ব মেদিনীপুরের জলমগ্ন এলাকা আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। এদিন সাংবাদিক বৈঠকে সে কথা উল্লেখ করে মমতা বলেন, খেজুরি, নন্দীগ্রাম-সহ বিস্তীর্ণ এলাকায় ইটভাটা যেহেতু জলে ডুবে আছে। তাই ইটভাটার শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগানো হোক। পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানো হোক।

ইয়াসের ক্ষতি মোকাবিলায় কেন্দ্রের থেকে কত টাকা চেয়েছেন মমতা? এ প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমরা কেন্দ্রের থেকে কোনও টাকা চাইনি। ক্ষতির খতিয়ান দিয়ে বলেছি, আপনি যা মনে করবেন দেবেন”।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version