Sunday, May 4, 2025

বেনজির!
অবিশ্বাস্য!।
মৃতের সঙ্গে জোর জবরদস্তি বিয়ে দেওয়া হল এক নাবালিকার। আর এই ন্যক্কারজনক ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। ওই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বয়স ২০ বছর। মেমারির বাসিন্দা ওই যুবক পূর্ব বর্ধমানের কাঁটাপুকুর এলাকায় ভাড়া থাকত। এলাকারই বাসিন্দা এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নাবালিকার পরিবার। যা নিয়ে অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরে। এসবের মাঝেই ২৯ মে আত্মঘাতী হয় ওই যুবক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

অন্যদিকে ছেলের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। প্রেমিকার কারণেই যুবকের এই পরিণতি বলে দাবি করেন তাঁরা।
তার পরিবারের দাবি, কিশোরীর মা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করার জন্যই তাঁদের ছেলের অকালে প্রাণ গেল। প্রেমিকের আত্মহত্যা করতে যাওয়ার কথা কিশোরীটি যদি সময়মতো আফতাবের পরিবারকে জানাত তাহলেও তাকে বাঁচানো যেত বলে মনে করছেন এলাকাবাসী। তাই তরতাজা এই তরুণের মৃত্যুর জন্য ১৫ বছরের নাবালিকাকেই দায়ী করেছে আফতাবের পরিবার সহ এলাকাবাসী। এমনকি তারাই ওই নাবালিকার শাস্তিরও বিধান দেয়।

রবিবার বিকেলে ময়নাতদন্তের পর যুবকের দেহ এলাকায় আনা হলে নাবালিকাকে জোর করে বাড়ি থেকে তুলে সেখানে নিয়ে যায় মৃতের পরিবার ও বাড়ির মালিক। অভিযোগ সেখানেই মৃতের পা দিয়ে সিঁদুর পরানো হয় তাঁর প্রেমিকাকে। পরানো হয় শাঁখা–পলাও।
যদিও নিয়ম মেনে তা ভেঙে দেওয়া হয়। মুছে দেওয়া হয় সিঁদুর। নাবালিকার মায়ের অভিযোগ, তাঁকেক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তাঁর মেয়েকে মারধর ও শ্লীলতাহানিও করা হয়েছে বলে দাবি তাঁর।

রবিবার রাতে কিশোরীর মা গোটা ঘটনাটি জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অবশ্য বিষয়টি হালকাভাবে নেয়নি। নাবালিকার উপর বেনজির এই অত্যাচারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে বলে বর্ধমান থানার পুলিশ জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার বা আটক হয়নি।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version