Thursday, August 28, 2025

নারদ- বিচারপর্বকে ‘কলুষিত’ ঘোষণা করে, জামিন খারিজ করতে হলে করুক কোর্ট, CBI-এর অন্য সুর

Date:

হাইকোর্টে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে CBI-এর মামলা স্থানান্তর নিয়ে আবেদনের শুনানিতে মঙ্গলবার অন্য সুর CBI-এর আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতার গলায়৷ মেহেতার দাবি, নারদ-মামলার বিচারপর্বকে কলুষিত বা বিকৃত করা হয়েছে বলে ঘোষণা করুক হাইকোর্ট । এবং এই নির্দেশ দিতে গিয়ে যদি জামিন খারিজ করতে হয় তাও করুক আদালত।”
প্রথম থেকেই আক্রমণাত্মক মেহেতা সওয়ালে বলেন, “গত ১৭ মে চার অভিযুক্তকে গ্রেফতারের পরে যা হয়েছে তা দেশে তো বটেই, বিশ্বের ইতিহাসে কখনও হয়েছে কি’না তা নিয়ে সন্দেহ আছে। মন্ত্রিসভার সদস্যরা CBI দফতরে গিয়ে ধর্না দিচ্ছেন, আদালতে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যজনক৷ আদালতের নির্দেশে তদন্ত করছে CBI, সেখানেও নোংরা রাজনীতি হচ্ছে৷”

মেহেতা বলেন, আমি জামিন নাকচ চাইনি। আমি নিম্ন আদলতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছি।” এই সময় বিচারপতি আইপি মুখোপাধ্যায় মেহেতাকে প্রশ্ন করেন, “কোন টেকনিক্যাল গ্রাউন্ডে আপনি উচ্চতর বেঞ্চে আবেদন জানিয়েছেন?”

মেহেতার উত্তর, “আমরা এখানে এখনও চার অভিযুক্তের জামিন খারিজের আবেদন করিনি। আমরা চাই গ্রেফতারির পরে নিম্ন আদালতের যাবতীয় বিচারপর্বের ওপর স্থগিতদেশ দিক আদালত। এবং গোটা প্রক্রিয়াকে কলুষিত বা বিকৃত করা হয়েছে বলে ঘোষণা করুক হাইকোর্ট । এবং এই নির্দেশ দিতে গিয়ে যদি জামিন খারিজ করতে হয় তাহলে সেটাও করুক আদালত।”
বিচারপতি সৌমেন সেন – আপনারা কি চার্জশিট ফিজিক্যালি নিম্ন আদালতে জমা করেছিলেন?

মেহেতা – পুলিশি নিরাপত্তায় CBI অফিসাররা আদালতে গিয়ে ফিজিক্যালি জমা করেছিলো চার্জশিট৷

বিচারপতি আই পি মুখোপাধ্যায় –
ঠিক কোন সময় চারজনকে গ্রেফতার করা হয়েছিল ? মানুষ কখন থেকে ঘেরাও শুরু করে, এগুলো আমাদের জানাবেন। কারণ এগুলো খুব গুরত্বপূর্ণ তথ্য।
মেহেতা- সব কথা আমাদের আবেদনে আছে৷ পরিকল্পিত এবং সংগঠিত ভাবে লোক নিয়ে এসে CBI অফিস ঘেরাও করা হয়েছে৷ পাথর ছোঁড়া হয়েছে।
মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা ধর্না দিয়েছেন। আদালতে ঢুকেছেন মন্ত্রীরা, তলব না করা সত্ত্বেও৷

চার্জশিটের প্রসঙ্গে মেহতা বলেন, ‘‘CBI অফিসারদের নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাই তাঁরা ওই দিন সন্ধ্যায় সশরীরে চার্জশিট জমা করতে পারে। ওই দিন CBI অফিস এবং আদালতের বাইরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা শুধু তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করেনি, বরং বিচার প্রক্রিয়ার উপরও প্রভাব ফেলেছিল।’’ মেহতা বলেন, ‘‘ওই দিন দু’জায়গায় ঘটে যাওয়া ঘটনার কিছু ছবি আমি দেখাতে চাই।’’ এর পর ছবি দেখিয়ে মেহতা বলেন, ‘‘আমি যদি বলি গ্রেফতার বেআইনি ছিল। তার পরও কি জনপ্রতিনিধি, যাঁরা মানুষের সামনে ভাল উদাহরণ তৈরি করেন, তাঁরা আইন নিজের হাতে তুলে নিতে পারেন?’’

শুনানি চলছে৷

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version