Sunday, August 24, 2025

ঘুম ভাঙালেন অভিষেক, মুকুল জায়াকে দেখতে রাতদুপুরে হাসপাতালে ছুটলেন দিলীপ

Date:

কথায় আছে দেখেও শেখা যায়। এক্ষেত্রেও কিছুটা সেরকম।হিঙ্গলগঞ্জ থেকে ফেরার পথে সন্ধ্যায় কলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে বিজেপি নেতা মুকুল রায়ের অসুস্থ স্ত্রী কৃষ্ণা রায়কে দেখতে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে মুকুল রায় না থাকলেও ছিলেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়। স্বভাবতই অভিষেকের এমন সৌজন্যমূলক আচরণে আপ্লুত বীজপুরের প্রাক্তন বিধায়ক। শুভ্রাংশুর কাছেই অভিষেক কৃষ্ণাদেবীর চিকিৎসা সংক্রান্ত খোঁজ-খবর নেন। আর মুকুল রায়ের স্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখতে যাওয়ার ঘটনায় মুকুল এবং শুভ্রাংশুর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে জল্পনা বাড়ে।

আর বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর চাউর হতেই রাত ৯টা নাগাদ হাসপাতালে ছুটে যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনিও খোঁজ-খবর নেন মুকুল জায়ার। তবে এই ঘটনার অনেকেই সমালোচনা করেছেন। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এক্ষেত্রে মুকুল জায়াকে দেখতে যাওয়ার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে আছে বিজেপি রাজ্য সভাপতির।

তাঁদের এই ধারণা অমূলক নয়। মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তা সত্ত্বেও রাজ্য বিজেপির তরফে সেই ভাবে তাঁর স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছিল না। এই বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুকুল পুত্র শুভ্রাংশুও। গত ১১ মে থেকে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় হাসপাতালে ভর্তি থাকলেও তাঁকে বিজেপির কেউ দেখতে গিয়েছেন বলে বিজেপিরই কোনও নেতা মনে করতে পারছেন না। অভিষেক যাওয়ার পরই দিলীপবাবুর রাত ৯টায় হাসপাতালে ছুটে যাওয়া যতটা না আন্তরিক, তার চেয়ে বেশি রাজনৈতিক বলেই মনে করছেন অনেকে। তাঁদের প্রশ্ন, “২০দিনে সময় হলো না, অভিষেক আসার পরই রাতদুপুরে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যাওয়ার কথা মনে রাজ্য বিজেপির শীর্ষনেতার। এটা রাজনীতি নয়তো কী? আসলে আই ওয়াশের মাধ্যমে ড্যামেজ কন্ট্রোল করতেই দিলীপ ঘোষ হাসপাতালে ছুটেছেন!”

আরও পড়ুন- দেশে টিকার আকাল আর অন্য দেশে দান করা ভ্যাকসিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে!

 

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version