Monday, May 5, 2025

সম্ভবত আজই বর্ষার আগমন (monsoon in India) হতে চলেছে ভারত ভূখণ্ডে। মৌসম ভবন (Mausam bhawan) জানিয়েছে যদি আবহাওয়া অনুকূল থাকে তবে আজ- কালের মধ্যেই কেরলে(monsoon in Kerala) পুরোপুরি বর্ষা ঢুকে যাবে । বঙ্গবাসী এতে খুব আনন্দিত হবার কিছু নেই । কারণ বাংলায় (West Bengal) বর্ষা আসতে এখনো কিছুটা বিলম্ব আছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সাধারণত কেরলে বর্ষা আসে ১ জুন। কিন্তু ব্যতিক্রম ঘটলো এবছর। সুপার সাইক্লোন ইয়াসের (super cyclone yaas) প্রভাবে এই বিঘ্ন বলে মনে করা হচ্ছে।

এদিকে পুরোপুরি বর্ষা না ঢুকলেও কলকাতা(Kolkata), মহানগর ( greater Kolkata)এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে(districts of South Bengal) কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া(Alipur weather office) দফতরের মতে এই বৃষ্টি প্রাক বর্ষার বৃষ্টি। যা চলবে আগামী আরো দিন তিনেক ধরে। যদিও সব জায়গায় সমান বৃষ্টি হবে না। কোথাও হালকা । কোথাও মাঝারি (chances of rainfall)। কোথাও আবার বজ্র বিদ্যুত্‍ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূমে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গেও অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপরে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ দখিনা বাতাস ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর ভর করে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। তবে বৃষ্টি হলেও মাঝে মাঝে রোদের দেখাও মিলবে। সেইসঙ্গে গুমোট অস্বস্তিভাব বজায় থাকবে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি।

 

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version