Monday, August 25, 2025

বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে এক দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতের মাধা পুর এলাকায়। আক্রান্ত মহিলা রাশিদা বিবি বয়স (৩০) স্বামী আবু হানিমা মোমিন (৪০) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হলেন বাকশান মোমিন, মাইনুল মোমিন, আজমুল মোমিন সহ মোট ছয় জন। অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আবু হানিমা মোমিন ও প্রতিবেশী বাকশান মুমিনের পাশাপাশি তাদের বাড়ি। দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বেঁধেই থাকে। আজ সকালে আবু হানিমা মোমিনের বাড়ির উপর দিয়ে বাকশান মমিনের পরিবারের লোকেরা যাতাযাত করে। সে সময় বাধা দিলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় প্রতিবেশী মাইনুল সহ অন্যান্য সদস্যরা। ধারালো অস্ত্র দিয়ে রাশিদা বিবি ও তার স্বামী আবু হানিমা মোমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি করে। তড়িঘড়ি দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে দুজনেই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আক্রান্তের পরিবারের তরফ থেকে ইংরেজবাজার থানা অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version