Monday, August 25, 2025

স্বামীর জুয়া-মদের প্রতিবাদ করায় অত্যাচারের অভিযোগ, আত্মঘাতী স্ত্রী

Date:

স্বামীর মদ ও জুয়া খেলার প্রতিবাদ করেছিলেন স্ত্রী। তার জেরে লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচার চলায় ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানা কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি বাদ এলাকায়। মৃত গৃহবধূর নাম সুন্দরী মন্ডল বয়স(৩৫) বছর। পরিবারে রয়েছে স্বামী কৃষ্ণ মন্ডল এক ছেলে ও এক মেয়ে। পরিবার সূত্রে জানা যায় মালদা জেলার মোথাবাড়ি থানার সমস্ত এলাকার বাসিন্দা গণেশ মন্ডল এর মেয়ে সুন্দরী মন্ডলের বিগত ১৫ বছর আগে সামাজিক মতে বিয়ে হয় বাগবাড়ি এলাকার কৃষ্ণ মন্ডলের সাথে। বিয়ের পরে পরিবার নিয়ে কৃষ্ণ মন্ডল ভিন রাজ্যে গাজিয়াবাদ এলাকায় কাজে চলে গিয়েছিল। গত পনেরো দিন আগে পরিবার নিয়ে সে মালদায় ফিরে আসে। প্রথমে কৃষ্ণ মন্ডল শ্বশুর বাড়ি থেকে ৪০ হাজার টাকা নিয়েছিলেন বাড়ি তৈরির জন্য। সেই টাকাও জুয়া খেলে হেরে যায়। গত দুদিন আগে আবার শ্বশুর সুদে ধার করে টাকা জামাইয়ের হাতে তুলে দেয়। সেটাও মদ ও জুয়া খেলে হেরে যায় কৃষ্ণ মন্ডল। অভিযোগ, স্বামীর জুয়া এবং মদ খাওয়া প্রতিবাদ করায় সুন্দরীর উপরে চলে মানসিক ও শারীরিক অত্যাচার। সে জ্বালা সহ্য করতে না পেরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে আমবাগানে আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকের অনুমান, তাকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্বামী সহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version