Saturday, May 3, 2025

যোগীরাজ্যে বাড়ি ভেঙে মৃত দুই বাঙালি শ্রমিক, ক্ষতিপূরণ দিতে মালদহে ফিরহাদ

Date:

কাশীর বিশ্বনাথ মন্দিরে (Kashi Vishwanath Temple) সংস্কারের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার দুই শ্রমিকের ৷ তাঁরা দুজনেই মালদার বাসিন্দা। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন ৷
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে বিশ্বনাথ মন্দির সংলগ্ন একটি বাড়ি ভেঙে এই দুর্ঘটনা ঘটে ৷ দুপুর থেকে দফায় দফায় মৃত ও আহতদের বাড়িতে গিয়েছিলেন প্রশাসনিক কর্তারা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার মৃত ও আহতদের বাড়িতে যান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি এদিন মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

ফিরহাদ জানিয়েছেন, নিহত ও আহতদের সমস্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সহায়তা পায়, সেই ব্যবস্থা করা হচ্ছে ৷ ময়নাতদন্তের পর মৃতদেহ দুটি ফিরিয়ে আনা হবে ৷ সমস্ত রিপোর্ট জেলাশাসককে পাঠানো হয়েছে ৷

এদিকে বুধবার মন্ত্রীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন মৃত শ্রমিকের পরিজনরা। ফিরহাদ জানান, মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী আমি এসেছি। এর আগেও মালদহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাকে পাঠানো হয়েছে। এবার এই পরিবারের কাছে এলাম। কাশীতে কাজ করে ঘুমানোর সময় ছাদ ভেঙে দুর্ঘটনার কবলে পড়েছিলেন এঁরা। সবাই বাংলার ছেলে। তাই মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন।

জানা গিয়েছে, মোট ১২ জন শ্রমিক মন্দির নির্মাণের কাজ করতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বারাণসী জেলার বাসাসামিত এলাকায়। কিন্তু বেশি অর্থ রোজগারের আশায় ভিনরাজ্যে যাওয়াই তাদের জীবনে অভিশাপ বয়ে নিয়ে এল। ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল ২ শ্রমিকের। মৃত শ্রমিকদের নাম আমিরুল মোমিন (৪০) এবং এবাদুল মোমিন (৩০)।

পরিবহণ মন্ত্রীর সঙ্গে আগাগোড়া উপস্থিত ছিলেন  রাজ‍্যসভার সাংসদ মৌসম নূর।

Related articles

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...
Exit mobile version