বাগুইআটির বাইক শোরুম (baguiati bike showroom) থেকে ইএমআইতে একটি স্কুটি কিনেছিলেন বিধাননগর ১ নম্বর ওয়ার্ড নারায়ণপুরের বাসিন্দা বিপুল সাউ। পেশায় বেসরকারি কর্মী । বিপুল সাউ লকডাউন চলাকালীন সরকারের পক্ষ থেকে আর রিজার্ভ ব্যাঙ্কের (reserve Bank EMI regulation) নির্দেশ অনুযায়ী তিন মাস সাধারণ মানুষের কথা মাথায় রেখে ইএমআই স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিপুল সাউ কাজ না থাকার দরুন তার ইএমআই এর বাকি টাকা জমা করা স্থগিত রাখেন । পরিস্থিতি ঠিক হওয়ার পর লকডাউন উঠে গেলে পুনরায় আবার তিনি ইএমআই এর টাকা দিতে শুরু করেন। বকেয়া এক মাসের টাকা মিটিয়ে দেওয়ার পরও বাড়তি টাকা তার অ্যাকাউন্ট থেকে কেটে নেয় ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় ব্যাঙ্কের স্থানীয় শাখায় গিয়ে এ বিষয়ে কথা বলতে। সেই অনুযায়ী গতকাল বিপুল সাউ indusland ব্যাঙ্কে গিয়ে কর্তৃপক্ষর সাথে কথা বলতে কান। কিন্তু কথা বলতে গিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তার সাথে খুব খারাপ ব্যবহার করেন। পাশাপাশি ব্যাঙ্কের কর্মীদের হাতে বিপুল বাবুকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ। ব্যাঙ্কের কর্মীরা তাকে মারধর করে বের করে দেয় বলেও অভিযোগ। এ বিষয়ে বরাহনগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো রকম অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ।
