Wednesday, August 20, 2025

প্রদেশ কমিটি এখনই ভেঙে দিন, অধীরের বিরুদ্ধে তোপ দেগে সোনিয়াকে চিঠি মান্নানের

Date:

বিধানসভা ভোটে একটিও আসন না জুটলেও কংগ্রেস আছে কংগ্রেসেই, সেই চিরাচরিত অভ্যন্তরীণ কোন্দলকে সঙ্গী করেই৷

বিধানসভা ভোটে জোট করেও একটিও আসন পায়নি কংগ্রেস ৷ রাজ্য বিধানসভা এবার ‘কংগ্রেস মুক্ত’৷ বাম ও আইএসএফের সঙ্গে জোট গড়ার অন্যতম মুখ্য কারিগর ছিলেন গত বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান৷
ফলপ্রকাশের পর মাসখানেক নিখোঁজ ছিলেন৷ এবার ফের তিনি ভেসে উঠলেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে এক চিঠি লিখে৷

চিঠিতে মান্নানের দাবি, বাংলায় দলকে বাঁচাতে হলে এখনই অধীর চৌধুরির নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দিতে হবে৷ নির্বাচনী বিপর্যয়ের পাশাপাশি দলের বর্তমান বেহাল অবস্থার জন্যও অধীরের দিকেই আঙুল তুলেছেন মান্নান। সোনিয়াকে তিনি বলেছেন, অধীরের একতরফা মনোভাবের জন্যই মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরের মতো কংগ্রেসের শক্ত ঘাঁটি থেকে সংখ্যালঘু নেতা-কর্মীরা দল ছেড়েছেন গত লোকসভা ভোটের পর থেকেই। শুধু অধীর নন, মান্নানের নিশানায় দীপা দাশমুন্সিও।

বিধানসভা ভোটে দলের ভরাডুবির কারণ খতিয়ে দেখতে হাইকম্যাণ্ড নিযুক্ত উচ্চপর্যায়ের কমিটি বর্তমানে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন কমিটি ও নানাস্তরের নেতাদের মতামত জানার কাজ শুরু করেছে। গত মঙ্গলবার থেকে ভার্চুয়াল মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে মান্নান এই ভার্চুয়াল মাধ্যমে অংশ নিতে অস্বীকার করে তাঁর মতামত সরাসরি সোনিয়াকে চিঠির মাধ্যমে জানিয়েছেন৷ ওই চিঠিতেই প্রদেশ সভাপতিকে তুলোধনা করে এখনই প্রদেশ কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন মান্নান ৷

প্রসঙ্গত, গত বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান একুশের ভোটে দলের প্রার্থী ছিলেন চাঁপদানি কেন্দ্র থেকে৷ এই কেন্দ্রে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী, পেয়েছেন ১,০০,৯৭২ ভোট৷ দ্বিতীয় বিজেপি ৭০,৮৯৪ ভোট পেয়ে৷ আর মান্নান লড়াই শেষ করেছেন ২৩,২৭২ ভোট পেয়ে৷

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version