Friday, November 28, 2025

সুনীল-শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে ফোন সুদীপের

Date:

Share post:

লিখিত আবেদন জানানো হয়েছিল আগেই, এবার তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শিশির অধিকারী(Shishir Adhikari) ও সুনীল মণ্ডলের(Sunil mandal) সাংসদ পদ খারিজের দাবি তুলে লোকসভার স্পিকারকে ফোন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই দুই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার(Om Birla) কাছে আবেদন জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘গত জানুয়ারি মাসে সুনীল মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছিল সংসদে। একই রকম ভাবে সাংসদ পদ খারিজের আবেদন জানানো হয়েছিল শিশির অধিকারীর বিরুদ্ধেও। তবে এখনও পর্যন্ত কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে স্পিকার ওম বিড়লা সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। আমি আবেদন করেছি অবিলম্বে দুজনের সাংসদ পদ খারিজ করার জন্য।’ সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে স্পিকার ইতিমধ্যেই তাঁকে আশ্বস্ত করেছেন দুজনের ফাইল দেখে তারপর বিষয়টি পর্যালোচনা করবেন।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল ও কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। নিয়ম মেনে তাদের সাংসদ পত্রের জন্য আগেই আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার জেরেই এবার দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে স্পিকার ওম বিড়লাকে ফোন করলেন সুদীপ।

Advt

spot_img

Related articles

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...