লিখিত আবেদন জানানো হয়েছিল আগেই, এবার তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শিশির অধিকারী(Shishir Adhikari) ও সুনীল মণ্ডলের(Sunil mandal) সাংসদ পদ খারিজের দাবি তুলে লোকসভার স্পিকারকে ফোন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই দুই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার(Om Birla) কাছে আবেদন জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘গত জানুয়ারি মাসে সুনীল মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছিল সংসদে। একই রকম ভাবে সাংসদ পদ খারিজের আবেদন জানানো হয়েছিল শিশির অধিকারীর বিরুদ্ধেও। তবে এখনও পর্যন্ত কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে স্পিকার ওম বিড়লা সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। আমি আবেদন করেছি অবিলম্বে দুজনের সাংসদ পদ খারিজ করার জন্য।’ সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে স্পিকার ইতিমধ্যেই তাঁকে আশ্বস্ত করেছেন দুজনের ফাইল দেখে তারপর বিষয়টি পর্যালোচনা করবেন।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল ও কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। নিয়ম মেনে তাদের সাংসদ পত্রের জন্য আগেই আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার জেরেই এবার দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে স্পিকার ওম বিড়লাকে ফোন করলেন সুদীপ।
