Friday, January 9, 2026

সুনীল-শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে ফোন সুদীপের

Date:

Share post:

লিখিত আবেদন জানানো হয়েছিল আগেই, এবার তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শিশির অধিকারী(Shishir Adhikari) ও সুনীল মণ্ডলের(Sunil mandal) সাংসদ পদ খারিজের দাবি তুলে লোকসভার স্পিকারকে ফোন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই দুই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার(Om Birla) কাছে আবেদন জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘গত জানুয়ারি মাসে সুনীল মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছিল সংসদে। একই রকম ভাবে সাংসদ পদ খারিজের আবেদন জানানো হয়েছিল শিশির অধিকারীর বিরুদ্ধেও। তবে এখনও পর্যন্ত কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে স্পিকার ওম বিড়লা সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। আমি আবেদন করেছি অবিলম্বে দুজনের সাংসদ পদ খারিজ করার জন্য।’ সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে স্পিকার ইতিমধ্যেই তাঁকে আশ্বস্ত করেছেন দুজনের ফাইল দেখে তারপর বিষয়টি পর্যালোচনা করবেন।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল ও কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। নিয়ম মেনে তাদের সাংসদ পত্রের জন্য আগেই আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার জেরেই এবার দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে স্পিকার ওম বিড়লাকে ফোন করলেন সুদীপ।

Advt

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...