Wednesday, November 5, 2025

সাংবাদিক বিনোদ দুয়া’র বিরুদ্ধে দেশদ্রোহের মামলা খারিজ সুপ্রিম কোর্টে2

Date:

‘প্রত্যেক সাংবাদিকের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে’।

এই মন্তব্য করেই বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়া’র বিরুদ্ধে রুজু করা দেশদ্রোহের মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত বলেছে, ১৯৬২ সালে সুপ্রিম কোর্ট এক রায় বলেছে দেশদ্রোহের মামলায় প্রত্যেক সাংবাদিকের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

২০২০ সালে দিল্লিতে এক সংঘর্ষের ঘটনা নিয়ে টিভিতে অনুষ্ঠান করায় সাংবাদিক বিনোদ দুয়া’র বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনে মামলা করেন এক বিজেপি নেতা। ওই নেতার অভিযোগ ছিলো, তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে মানহানি করা হয়েছে৷ পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ এনেও দুয়ার বিরুদ্ধে FIR করা হয়। এর পরেই সুপ্রিম কোর্টে পা রাখেন বিনোদ দুয়া। শীর্ষ আদালত বিজেপি নেতার করা মামলাই খারিজ করে দিয়েছে। এদিন বিচারপতি ইউইউ ললিত ও বিচারপতি বিনীত সরনের বেঞ্চ জানিয়েছে,
“দেশদ্রোহের মামলায় ১৯৬২ সালের রায় অনুযায়ী প্রত্যেক সাংবাদিকের অধিকার রয়েছে সুরক্ষা পাওয়ার। সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’’ বিনোদ দুয়া একইসঙ্গে আবেদনে বলেছিলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিক ১০ বছর সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে এমন কারও বিরুদ্ধে কোনও FIR করা যাবে না। দুয়ার এই আবেদন অবশ্য খারিজ করেছে আদালত।

প্রসঙ্গত, ১৯৬২ সালের ওই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিলো, সরকারের কড়া সমালোচনা করার অর্থ, সরকারকে উন্নতির পথ দেখানো। এতে আইন ভাঙা হয় না। সেই নির্দেশের কথাই এদিন উল্লেখ করেছেন বিচারপতিরা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version