Wednesday, August 20, 2025

সাংবাদিক বিনোদ দুয়া’র বিরুদ্ধে দেশদ্রোহের মামলা খারিজ সুপ্রিম কোর্টে2

Date:

‘প্রত্যেক সাংবাদিকের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে’।

এই মন্তব্য করেই বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়া’র বিরুদ্ধে রুজু করা দেশদ্রোহের মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত বলেছে, ১৯৬২ সালে সুপ্রিম কোর্ট এক রায় বলেছে দেশদ্রোহের মামলায় প্রত্যেক সাংবাদিকের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

২০২০ সালে দিল্লিতে এক সংঘর্ষের ঘটনা নিয়ে টিভিতে অনুষ্ঠান করায় সাংবাদিক বিনোদ দুয়া’র বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনে মামলা করেন এক বিজেপি নেতা। ওই নেতার অভিযোগ ছিলো, তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে মানহানি করা হয়েছে৷ পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ এনেও দুয়ার বিরুদ্ধে FIR করা হয়। এর পরেই সুপ্রিম কোর্টে পা রাখেন বিনোদ দুয়া। শীর্ষ আদালত বিজেপি নেতার করা মামলাই খারিজ করে দিয়েছে। এদিন বিচারপতি ইউইউ ললিত ও বিচারপতি বিনীত সরনের বেঞ্চ জানিয়েছে,
“দেশদ্রোহের মামলায় ১৯৬২ সালের রায় অনুযায়ী প্রত্যেক সাংবাদিকের অধিকার রয়েছে সুরক্ষা পাওয়ার। সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’’ বিনোদ দুয়া একইসঙ্গে আবেদনে বলেছিলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিক ১০ বছর সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে এমন কারও বিরুদ্ধে কোনও FIR করা যাবে না। দুয়ার এই আবেদন অবশ্য খারিজ করেছে আদালত।

প্রসঙ্গত, ১৯৬২ সালের ওই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিলো, সরকারের কড়া সমালোচনা করার অর্থ, সরকারকে উন্নতির পথ দেখানো। এতে আইন ভাঙা হয় না। সেই নির্দেশের কথাই এদিন উল্লেখ করেছেন বিচারপতিরা।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version