বিয়ে থেকে হানিমুন, স্যোশাল মিডিয়ায় মিষ্টি ক্যাপশনের সঙ্গে ছবি পোস্ট করলেন সুদীপা

বিয়ের পর স্বামী-পুত্র-সংসার নিয়ে ১১ বছর পাড় করলেন অভিনেত্রী, সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। বিবাহবার্ষিকী আসতে বাকি আরও একটা মাস। তার আগেই সুদীপা তাঁর ফেসবুকে শেয়ার করলেন তাঁর বিয়ের দিনের নানান অদেখা ছবি। সেইসঙ্গে লিখেছেন, “এগারো বছর আগে-৯ জুলাই। ঘরোয়া বিয়ের অনুষ্ঠান….এই প্রথম সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ করলুম”।

পরিচালক অগ্নিদেবের সঙ্গে কাজের সূত্রে আলাপ সুদীপার। বয়সের ফারাক থাকলেও, তাতে খুব একটা আমল না দিয়েই বিয়ে করেন পরিচালক অগ্নিদেব ও সুদীপা। যদিও এটি ছিল অগ্নিদেবের দ্বিতীয় বিয়ে। তাই বিয়ের অনুষ্ঠান তেমন একটা জাঁকজমক ছিল না। বরং অত্যন্ত ঘরোয়াভাবেই অগ্নিদেবের বালিগঞ্জের বাড়িতে বসেছিল বিয়ের আসর। বিয়েতে হাজির ছিলেন উভয়পক্ষের পরিবারের সদস্যরা। আনুষ্ঠানিক বিয়ের ৭ বছর পর আইনি বিয়েতে বাঁধা পড়েছিলেন এই জুটি।

তবে, একবার নয়, সুদীপা দু’দুবার হানিমুনে গিয়েছিলেন। প্রথমবার মানালিতে। ৭ বছর পর রেজিস্ট্রির পর দ্বিতীয় মধুচন্দ্রিমায় অগ্নিদেব ও সুদীপা গিয়েছিলেন ইউরোপে। সোশ্যাল মিডিয়ায় সুদীপা জানিয়েছেন, তিনি হিন্দি ছবির একনিষ্ঠ ভক্ত। তাই মধুচন্দ্রিমায় কোথায় যাওয়ার ইচ্ছে, এই প্রশ্নের উত্তরে সুদীপা বলেছিলেন, মানালি ও সুইৎজারল্যান্ড। সুদীপার কথায়, অল্প হেসে অগ্নিদেব তাঁর দুটি স্বপ্নই পূর্ণ করেছিলেন।

অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। এই ছবি পোস্ট করে সুদীপা লিখছেন, ”অগ্নি কি মন দিয়ে মন্ত্রোচারন করছে। ঠাকুরমশাই ভুল করলে,আবার বলাবে- তার ভয়ে… দীপঙ্কর বেচারা ভাবছে: কখন শেষ হবে এসব বুর্জোয়া অনুষ্ঠান!”

সিঁথি ভর্তি সিঁদুর, বিয়ের সাজে সুদীপা চট্টোপাধ্যায়। ছবি পোস্ট করে সুদীপা লিখেছেন, ‘কি বোকা বোকা সাজ!’

Advt