Sunday, January 11, 2026

বিয়ে থেকে হানিমুন, স্যোশাল মিডিয়ায় মিষ্টি ক্যাপশনের সঙ্গে ছবি পোস্ট করলেন সুদীপা

Date:

Share post:

বিয়ের পর স্বামী-পুত্র-সংসার নিয়ে ১১ বছর পাড় করলেন অভিনেত্রী, সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। বিবাহবার্ষিকী আসতে বাকি আরও একটা মাস। তার আগেই সুদীপা তাঁর ফেসবুকে শেয়ার করলেন তাঁর বিয়ের দিনের নানান অদেখা ছবি। সেইসঙ্গে লিখেছেন, “এগারো বছর আগে-৯ জুলাই। ঘরোয়া বিয়ের অনুষ্ঠান….এই প্রথম সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ করলুম”।

পরিচালক অগ্নিদেবের সঙ্গে কাজের সূত্রে আলাপ সুদীপার। বয়সের ফারাক থাকলেও, তাতে খুব একটা আমল না দিয়েই বিয়ে করেন পরিচালক অগ্নিদেব ও সুদীপা। যদিও এটি ছিল অগ্নিদেবের দ্বিতীয় বিয়ে। তাই বিয়ের অনুষ্ঠান তেমন একটা জাঁকজমক ছিল না। বরং অত্যন্ত ঘরোয়াভাবেই অগ্নিদেবের বালিগঞ্জের বাড়িতে বসেছিল বিয়ের আসর। বিয়েতে হাজির ছিলেন উভয়পক্ষের পরিবারের সদস্যরা। আনুষ্ঠানিক বিয়ের ৭ বছর পর আইনি বিয়েতে বাঁধা পড়েছিলেন এই জুটি।

তবে, একবার নয়, সুদীপা দু’দুবার হানিমুনে গিয়েছিলেন। প্রথমবার মানালিতে। ৭ বছর পর রেজিস্ট্রির পর দ্বিতীয় মধুচন্দ্রিমায় অগ্নিদেব ও সুদীপা গিয়েছিলেন ইউরোপে। সোশ্যাল মিডিয়ায় সুদীপা জানিয়েছেন, তিনি হিন্দি ছবির একনিষ্ঠ ভক্ত। তাই মধুচন্দ্রিমায় কোথায় যাওয়ার ইচ্ছে, এই প্রশ্নের উত্তরে সুদীপা বলেছিলেন, মানালি ও সুইৎজারল্যান্ড। সুদীপার কথায়, অল্প হেসে অগ্নিদেব তাঁর দুটি স্বপ্নই পূর্ণ করেছিলেন।

অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। এই ছবি পোস্ট করে সুদীপা লিখছেন, ”অগ্নি কি মন দিয়ে মন্ত্রোচারন করছে। ঠাকুরমশাই ভুল করলে,আবার বলাবে- তার ভয়ে… দীপঙ্কর বেচারা ভাবছে: কখন শেষ হবে এসব বুর্জোয়া অনুষ্ঠান!”

সিঁথি ভর্তি সিঁদুর, বিয়ের সাজে সুদীপা চট্টোপাধ্যায়। ছবি পোস্ট করে সুদীপা লিখেছেন, ‘কি বোকা বোকা সাজ!’

Advt

spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...