Sunday, August 24, 2025

দ্রুত নিষ্পত্তি করতে বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে সমস্ত মামলা এবার হাইকোর্টে

Date:

Share post:

রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারি সংক্রান্ত মামলার দ্রুত বিচার করতে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল শুক্রবার বলেছেন, এক একটি করে চিটফান্ড সংস্থার যাবতীয় দেওয়ানি এবং ফৌজদারি মামলা এখন থেকে তিনিই শুনবেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেবেন৷ এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, “এখন থেকে প্রতিদিন চিটফান্ড সংক্রান্ত মামলা কিছু কিছু করে তিনি শুনবেন। এতে
দ্রুত এ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে এবং প্রতারিতরা বিচার পাবেন৷” এক ছাতার তলায় একটি বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে থাকা যাবতীয় মামলা ও অভিযোগের নিষ্পত্তির সুযোগ থাকলে তা প্রতারিতদের জন্য ইতিবাচক বলে মনে করছে আদালত৷ আগামী ১৭ জুন থেকে হাইকোর্টে এই ধরনের মামলার শুনানি হবে৷

যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই সিদ্ধান্তে আপত্তি জানান কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। তার বক্তব্য, একইসঙ্গে চিটফাণ্ড সংক্রান্ত জনস্বার্থ মামলা এবং সেই প্রতিষ্ঠানগুলির ধৃত কর্তাদের জামিনের মামলা, সব একসঙ্গে কীভাবে শোনা সম্ভব? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই আর্জি খারিজ করেছেন৷

বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে প্রতারিতদের ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করতে দ্রুত মামলা শোনার জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ একটি বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছিলেন। সেই বেঞ্চেই মূলত টাকা ফেরানো, সম্পত্তি বিক্রি, সম্পত্তির বিবরণ-সহ বিভিন্ন ইস্যুর শুনানি হত। কিন্তু এই বেঞ্চের ভারপ্রাপ্ত বিচারপতি অন্যত্র বদলি হয়ে যাওয়ায়, তা স্থগিত হয়ে যায়৷
বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এদিন যাবতীয় মামলার দ্রুত শুনানির জন্য নিজেই উদ্যোগী হয়েছেন৷ এতে দীর্ঘদিন ঝুলে থাকা এ সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হবে বলে আদালতের ধারনা৷

Advt

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...