Thursday, August 28, 2025

কয়লাকাণ্ডে সিবিআই তদন্তের পর আয় বেড়েছে ইসিএলের, পেশ হল রিপোর্ট

Date:

কয়লা কাণ্ডে(coal scam) সিবিআই(CBI) তদন্তের জেরে ইসিএলের(ECL) উপর কি কোনওরকম প্রভাব পড়েছে? সম্প্রতি ইসিএলকে চিঠি দিয়ে এমনটাই জানতে চেয়েছিল সিবিআই। সেই চিঠির প্রেক্ষিতে এবার রিপোর্ট পেশ করল ইসিএল। নিজেদের পেশ করা রিপোর্টে ইসিএল দাবি করেছে তদন্ত শুরু হওয়ার পর নানান রকম ভাবে উপকৃত হয়েছে এই সংস্থা।

সম্প্রতি সিবিআইয়ের কাছে ইসিএল যে রিপোর্ট পেশ করেছে সেখানে দাবি করা হয়েছে, সিবিআই তদন্ত শুরু হওয়ার পর কয়লা সরবরাহ অনেকখানি বেড়ে গিয়েছে। আগে যেটা ৪৬ শতাংশ ছিল বর্তমানে তা বেড়ে হয়েছে ৭৩ শতাংশ। বেড়েছে কয়লা পাঠানোর পরিমাণও। আগে ৬৩ শতাংশ কয়লা পাঠানো হত বর্তমানে তা বেড়ে হয়েছে ৯০ শতাংশ। কয়লা বুকিং বেড়েছে ৪৭৮ কোটি টাকার। এই রিপোর্ট হাতে পাওয়ার পর সিবিআইয়ের আধিকারিকদের দাবি, তদন্ত শুরু হওয়ার পর কয়লা মাফিয়ারা তাদের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে আসানসোল রানীগঞ্জ জামুড়িয়ার মত অঞ্চলগুলিতে। অনেকেই এলাকা থেকে পালিয়ে গিয়েছে গ্রেফতারির ভয়ে। ইসিএলের রিপোর্টের ভিত্তিতে সিবিআইয়ের দাবি, মাফিয়া রাজ বন্ধ হওয়ার পর ইসিএলের ৪৭৮ কোটি টাকার কয়লা সরবরাহ বেড়েছে। শুধু তাই নয়, সিবিআই সূত্রে খবর, পাচারকারীরা গা ঢাকা দেওয়ার পর ইসিএলের কয়লা সরবরাহের পরিমাণ ৭৭৫ কোটি টাকা থেকে ১২৫৩ কোটি হয়েছে।

আরও পড়ুন:‘ঋণের তুলনায় বেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে’, নিজেকে ‘জালিয়াত’ মানতে নারাজ মালিয়া

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কয়লা উত্তোলন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে শুরু করেছিল সিবিআই। আর সেই লক্ষ্যেই ৩০ জন সিবিআই অফিসারকে সঙ্গে নিয়ে গঠন করা হয়েছিল স্পেশাল ৩০ টিম। যে টিম রানীগঞ্জ জামুরিয়া আসানসোলের মত এলাকায় সক্রিয় কয়লা মাফিয়াদের পাকড়াও করতে কোমর বেঁধে নেমে পড়ে। কয়লা কান্ডের তদন্তে নেমে সিবিআই জানায় এ রাজ্যের বিভিন্ন খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে পাচার করা হত।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version