Friday, May 16, 2025

দাবিদার নেই, কোভিডে মৃত সহস্রাধিক চিতাভস্ম কাবেরী নদীতে ভাসাল সরকার

Date:

মৃত্যু হয়েছে কোভিডে (covid)। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট শ্মশানে সৎকার। তারপর বহু ক্ষেত্রে প্রথাগত আচার মেনে চিতাভস্ম নেওয়ারই লোক নেই। সারি সারি চিতাভস্ম মাটির পাত্রে মুখবন্ধ অবস্থায় পড়ে আছে শ্মশানঘাটে। অনাদরে, দাবিদারহীন। মাটির পাত্রগুলির গায়ে লেখা বিশেষ নম্বর। করোনা অতিমারি পর্বে বাস্তবের এই করুণ ছবি দেখা গিয়েছে কর্নাটকের একাধিক শ্মশানে। সংক্রমণের ভয়, লোকবলের অভাব, আচার মেনে ক্রিয়াকর্ম করার অক্ষমতা তো আছেই, অনেক ক্ষেত্রে পরিবারের একাধিক সদস্যই করোনায় মৃত। ফলে সৎকারের পর চিতাভস্ম নিয়ে ভাসিয়ে দেওয়ারও কেউ নেই।

আরও পড়ুন-ভারতকে ভ্যাকসিন দেবে আমেরিকা, মোদিকে ফোনে আশ্বস্ত করলেন হ্যারিস

বেঙ্গালুরু শহরের সুমনাহল্লি শ্মশানে নাম-পরিচয়হীন কোভিডে মৃতদের দাহকাজের পর সেই ছাই সংগ্রহ করে সাদা কাপড়ে বেঁধে পর পর সারি বেঁধে বসানো রয়েছে শ’য়ে শ’য়ে মাটির পাত্রে। মাটির পাত্রগুলির গায়ে নম্বর সমেত সাঁটানো রয়েছে স্টিকার। কোনও দাবিদার না থাকায় শয়ে শয়ে চিতাভস্মের পাত্র জমছিল শ্মশানে। পরিস্থিতি বিবেচনা করে এবার সেই সব ছাই ভর্তি মাটির পাত্র নিয়ে আসা হয় কাবেরী নদীর ঘাটে। রাজ্য প্রশাসনের উদ্যোগে বুধবার এরকম মোট ১,২০০ ‘অজ্ঞাতপরিচয়’ ব্যক্তির দেহাবশেষ ভাসিয়ে দেওয়া হয় নদীতে। প্রথা মেনে সম্মান জানানো হয় মৃতদের। এই বিষয়ে বেঙ্গালুরু টিআর মিলস শ্মশানরে কনট্র্যাক্টর কিরণ কুমার বলে, একটা পরিবারে দুই-তিন জন কোভিডে মারা গেলে বাকি সদস্যরা আর শ্মশানে এসে ছাই সংগ্রহ করেন না। এই ভাবে দীর্ঘদিন ধরে প্রচুর ছাই ভর্তি মাটির পাত্র জমেছে শহরের প্রায় সবকটি শ্মশানে। বাধ্য হয়ে এখন সরকারকেই ওই নদীতে ভাসিয়ে দেওয়ার কাজ করতে হচ্ছে। আর এই দৃশ্যই তুলে ধরেছে অতিমারির নিষ্ঠুর বাস্তব।

Related articles

সব্যসাচী নন, প্রথমে আইন ভেঙেছেন বিক্ষোভকারীরাই: স্পষ্ট জানালেন দুই পুলিশকর্তা

চাকরিহারাদের আন্দোলনের মধ্যে বিকাশ ভবনে ব্যক্তিগত কাজে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)।...

মধ্যপ্রদেশের শাহদলে মধ্যযুগীয় সোনা- রুপোর ভাণ্ডার! নির্মাণ শ্রমিকদের থেকে উদ্ধার স্বর্ণমুদ্রা

২০২৫ সালের এসে হঠাৎ করে মধ্যযুগের সোনা- রুপোর ভাণ্ডার খুঁজে পাওয়ার ঘটনা (treasure trove of rare medieval gold...

হুগলির ‘ময়ূর গ্রাম’-এ অস্তিত্ব সংকটে জাতীয় পাখি! উদ্বেগে স্থানীয়রা

হুগলির(Hooghly) গান্ধীগ্রাম 'ময়ূর গ্রাম'(Mayur Gram) নামে পরিচিত। কিন্তু সেখানেই বিপন্ন ময়ূর(Peacock)- অভিযোগ স্থানীয়রা। রাজহাট অঞ্চলের গান্ধীগ্রামে ময়ূরের(Peacock) অবাধ...

ইসলামাবাদের ‘শত্রু’র সঙ্গে হাত মেলাচ্ছে ভারত! তালিবান বিদেশমন্ত্রী- জয়শঙ্কর কথোপকথনে জল্পনা

'শত্রুর শত্রু নিজের বন্ধু', চাণক্যের কূটনীতিকে কাজে লাগিয়ে কি ভারত-পাকিস্তান সংঘাতের আবহে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন এস...
Exit mobile version