Saturday, November 8, 2025

জুলাই পর্যন্ত ডোমিনিকাতেই মেহুল, খালি হাতে ভারতে ফিরল ‘মিশন চোকসি’ টিম

Date:

পলাতক মেহুল চোকসিকে(Mehul Choksi) ভারতে ফেরাতে বিলাসবহুল বিমান ভাড়া করে ডোমিনিকা(Dominica) গিয়েছিলেন ভারতের বিশেষ দল। যদিও আইনি জটিলতার জেরে আপাতত ফিরে আসতে হচ্ছে ‘মিশন চোকসি’ টিমকে(mission Choksi team)। জানা গিয়েছে, মেহুল চোকসির বিরুদ্ধে আপাতত দুটি মামলা চলছে সেখানকার আদালতে। সেই মামলা শুনানি তারিখ জুলাই মাসে ফেলেছে সেখানকার হাইকোর্ট। পাশাপাশি প্রত্যার্পনের তারিখও বাড়িয়েছে আদালত। যার জেরেই কাতার এয়ারওয়েজের ভাড়া করা বিমানে আপাতত ফিরে আসতে হচ্ছে ভারতের আট সদস্যের দলকে।

ভারত থেকে যে টিমকে পাঠানো হয়েছিল তারা পুরোপুরি নিশ্চিত ছিল মেহুল চোকসিকে ভারতে ফেরাতে কোন রকম সমস্যা হবে না। হয়তো কোন রকম সমস্যা হতো না যদি ডোমিনিকা আদালত মেহুলকে নির্বাসনের অনুমতি দিত। কিন্তু ডোমিনিকা হাইকোর্ট বৃহস্পতিবার চোকসি মামলায় শুনানি স্থগিত করে দেয়। পাশাপাশি অবৈধভাবে ডোমিনিকা প্রবেশের মামলায় মেহুলের জামিনও খারিজ করা হয়। যদিও জামিনের জন্য সমস্ত রকম চেষ্টা চালায় মেহুলের আইনজীবী। দাবি করা হয় এই ধরনের মামলায় এর আগেও অনেকেই জামিন পেয়েছে। তবে আদালতের তরফে স্পষ্ট ভাবে জানানো হয় মেহুলের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি রয়েছে ফলে তার জামিন মিলতে পারে না।

আরও পড়ুন:ফাঁকা স্টেডিয়ামে গ্যাসকেটকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

উল্লেখ্য, পিএনবি দুর্নীতি মামলায় অভিযুক্ত মেহুল চোকসি ২০১৭ সালে ভারত থেকে পালিয়ে আশ্রয় নেয় অ্যান্টিগুয়াতে। এদিকে ভারত সরকারের তরফে মেহুলকে ফেরাতে তৎপরতা শুরু হতেই অ্যান্টিগুয়া থেকে কিউবা পালানোর চেষ্টা করে জালিয়াত। যদিও কিউবা পালানোর আগেই ডোমিনিকাতে গ্রেফতার করা হয় তাকে। বর্তমানে সেখানেই জেলবন্দি পলাতক ওই হিরে ব্যবসায়ী। মেহুলকে ফেরাতে এবার কোমর বেঁধে মাঠে নেমেছিল ভারত সরকার। আপাতত শুনানির তারিখ পিছিয়ে যাওয়ার কারণে বাধ্য হয়েই ফিরে আসতে হচ্ছে মিশন চোকসি টিমকে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version