Tuesday, November 11, 2025

সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মঞ্চের মধ্যমণি মমতাই! নেত্রীর সাক্ষাতে আসছেন কৃষক নেতারা

Date:

বিজেপির (BJP) বাংলা দখলের স্বপ্নভঙ্গ। নরেন্দ্র মোদি (Narendra Modi)-অমিত শাহ (Amit Sah)-সহ বিজেপির সর্বভারতীয় স্তরের তাবড় নেতাদের দিল্লি টু কলকাতা ডেইলি প্যাসেঞ্জারির পরও ভাঙা পায়ে খেলে একের পর এক গোল দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খুব স্বাভাবিকভাবেই বাংলার ফলাফলে গোটা দেশে মুখ পুড়েছে মোদি-শাহের। আর সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মঞ্চের মধ্যমণি হিসেবে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই এখন সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। তাতে সায় রয়েছে সর্বভারতীয় কৃষক নেতাদের। যাঁরা দিনের পর দিন কেন্দ্রীয় সরকারের কৃষিনীতির বিরুদ্ধে ঝড়-জল-রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বসে আন্দোলন করছেন।

তৃণমূল নেত্রীর পাশে থাকার অবস্থান ব্যাখ্যা করতেই আগামী ৯ জুন কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কৃষক আন্দোলনের শীর্ষনেতারা। ভারতীয় কিষান ইউনিয়নের শীর্ষনেতা রাকেশ টিকায়েতের (Rakesh Tikayet) নেতৃত্বে তিনজনের এক প্রতিনিধি দলের সঙ্গে মমতার বৈঠক হবে বলে জানা গিয়েছে। কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি স্বীকৃতির দাবিতে গত বছরের নভেম্বর থেকে দিল্লির সিংঘু সীমান্তে যে আন্দোলন শুরু হয়েছে, তারই নেতৃত্ব আসছেন কলকাতায়। সেই নিরিখে মমতার সঙ্গে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলে।

আগামী বছর ২০২২ সালে যে ৬টি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, তার মধ্যে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব অন্যতম। কৃষি আন্দোলনের ঝড়ের মধ্যেই এই দুই রাজ্যের স্থানীয় নির্বাচনে বিপর্যস্ত বিজেপি শিবির। সেইসঙ্গে করোনা ভ্যাকসিন, অক্সিজেন, হাসপাতালের বেহাল অবস্থা, অভাব, কর্মহীনতা, নদীতে করোনা রোগীর মৃতদেহ, সব মিলিয়ে মোদি হাওয়া বিলীন, গেরুয়া ফানুস চুপসে যাওয়ার সন্ধিক্ষণে মমতাকে সামনে রেখে গোটা দেশে বিজেপি বিরোধী যে আওয়াজ উঠেছে, তার সূচনা বঙ্গভূমিতে থেকেই হওয়াটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

একটা বিজেপি বিরোধী জোট গঠন শুধু সময় ও সঠিক পরিস্থিতির অপেক্ষা।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version