Friday, August 22, 2025

গুরুদায়িত্ব নিয়ে গুরুজনদের প্রণাম: বৃষ্টি মাথায় সুদীপ-সাক্ষাতে অভিষেক

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই নিজের টুইটার হ্যান্ডেলের দলের প্রবীণ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরদিনই গিয়েছিলেন 3 বর্ষীয়ান নেতা- পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুব্রত বক্সী (Subrata Bakshi) এবং সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বাড়ি। তাঁর সৌজন্যে আপ্লুত নেতারা। সোমবার, সন্ধেয় বৃষ্টি মাথায় অভিষেক পৌঁছেছিলেন তৃণমূল নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) বাড়িতে।

বিকেলের সাংবাদিক বৈঠকেই অভিষেক জানান, এদিনই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন। সেইমতো অঝোর বৃষ্টির মধ্যেই তিনি পৌঁছন সেখানে। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন দায়িত্ব নিয়ে কীভাবে সেটা পরিচালনা করবেন সে বিষয়ে আলোচনা করেন অভিষেক। একইসঙ্গে দলে যে ‘এক ব্যক্তি এক পদ’ চালু হয়েছে সেটাও কীভাবে কার্যকর করতে হবে তা নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন:পুনের রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ১৮, চলছে উদ্ধারকাজ

দলের মেগা বৈঠকে শনিবার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন তিনি। আর গুরুদায়িত্ব পেয়েই গুরুজনদের আশীর্বাদ নিচ্ছেন অভিষেক।ছোটবেলা থেকে যে ছেলেটিকে দেখে আসছেন এই বর্ষীয়ান নেতারা, আজ তিনি নিজের কর্মদক্ষতায় উচ্চ আসন লাভ করেছেন। অথচ ভুলে যাননি শিষ্টাচার। দায়িত্ব পেয়েই দেখা করে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন তাঁদের বাড়িতে। আর এখানেই তিনি জয় করে নিয়েছেন সকলের মন। তাঁর বিনম্র ব্যবহারে আপ্লুত বর্ষীয়ান নেতারা ।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version