Saturday, November 8, 2025

সানির হাত থেকে খিচুড়ি নিতে করোনা বিধি ভেঙে পরিযায়ী শ্রমিকদের ভিড়

Date:

কর্মহীন, অসহায় পরিযায়ী (jobless migrant worker) শ্রমিকদের জন্য খিচুড়ি তরকারি নিয়ে বেরিয়েছিলেন অভিনেত্রী সানি লিওন (actress Sunny Leone)ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার । কিন্তু সানির হাত থেকে খিচুড়ি (Sunny Leone went to distribute foods for migrant workers)নিতে গিয়ে রবিবার মুম্বইতে চূড়ান্ত বিশৃংখলার সৃষ্টি হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানানো হয়েছে করণা বিধি ভেঙ্গে পড়ে যায় শ্রমিকরা খাবার নিতে ভিড় করেছিলেন। তাদের অধিকাংশের মুখে মাস্ক ছিল না। মেনে চলা হয়নি শারীরিক দূরত্ব বিধিও। যদিও সানির মিডিয়া ম্যানেজার এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন।

রবিবার একটি ট্রাক ভর্তি করে খাবার নিয়ে বেরিয়ে পড়েছিলেন সানি লিওন। সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। উদ্দেশ্য মুম্বইতে এমন প্রচুর মানুষ বাস করেন, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা, যাঁরা দুবেলা ভালো করে খেতে পর্যন্ত পান না। করোনা পরিস্থিতিতে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। তাঁদের জন্যই এ দিন খাবারের ব্যবস্থা করেন সানি। খাবার নিতে ভিড় জমে যায় বাণিজ্য নগরীর রাস্তায়।

সানির মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, সম্প্রতি একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়ে দিল্লিতে ১০ হাজাার পরিযায়ী শ্রমিকের খাবারের ব্যবস্থা করেছিলেন সানি। খিচুড়ি এবং ফলের ব্যবস্থা করতেন তিনি। এদিনও প্যাকেটে করে প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করেছেন তিনি। সানি মনে করেন, এই পরিস্থিতিতে বিভেদ ভুলে একে অপরের পাশে থাকা দরকার। তিনি নিজেও সেই চেষ্টাই করছেন।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version