Wednesday, November 12, 2025

শাঁখা-সিঁদুর পরিয়ে ৬ মাস সংসার, তবুও মিলছে না স্ত্রীর স্বীকৃতি !

Date:

খায়রুল আলম , ঢাকা: প্রেম করে বিয়ে। তারপর টানা ছ’মাস সংসার। তবুও স্ত্রীর স্বীকৃতি মিলছে না। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে ১১ দিন থেকে ছেলের বাড়িতে অনশন করছে ওই মহিলা। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা এলাকায়। মঙ্গলবার বিকালে অনশনরত ওই মহিলাকে দেখা যায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় কারবালা গ্রামের হরিশ চন্দ্র বর্মণের বাড়িতে।
জানা গেছে, হরিশ চন্দ্র বর্মেণের ছেলে পংকজ কুমার বর্মণের সঙ্গে একই গ্রামের মামতো বোন ওই মহিলার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বাড়িতে কাউকে না জানিয়ে ছয় মাস আগে ওই কলেজ পড়ুয়া ওই মহিলাকে শাঁখা-সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দেন পঙ্কজ। পরে শহরের আলমনগর খামারপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে সংসারও শুরু করে তাঁরা।

পড়াশুনোর সুবাদে তাঁরা রংপুরে থাকায় বিয়ের কথা জানতে পারেনি পরিবারের কেউই। সম্প্রতি বিষয়টি ফাঁস হলে সমাধানের জন্য তাঁদেরকে নিজ বাড়িতে নিয়ে আসে ছেলের পরিবার। পরে পূর্ব পরিকল্পিতভাবে ছেলেকে গোপন স্থানে রেখে মেয়েটিকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে।এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে মেয়েটিকে উদ্ধার করে ছেলেটির বাড়িতে রেখে আসেন।
মেয়েটি জানান, পংকজ কুমার সম্পর্কে তার পিসতুতো ভাই। দীর্ঘ এক বছর ভালোবাসার সম্পর্কের পর ছয় মাস আগে ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করে একই সঙ্গে রংপুর শহরে ঘরভাড়া নিয়ে ঘর সংসার করছিল তাঁরা। সম্প্রতি সময়ে ছেলে ও তার পরিবারের লোকজন তাদের বাড়িতে তোলার ইচ্ছাপ্রকাশ করে তাঁদের গ্রামের বাড়িত নিয়ে আসে। কিন্তু তাঁকে স্ত্রীর মর্যাদা না দিয়ে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা ।
পীরগাছা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তরুন কুমার রায় বলেন, ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন করেছেন তাঁরা। শুধু অনুষ্ঠান বাকি রয়েছে। যেহেতু ছেলে-মেয়ে উভয়েই সাবালক তাই বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধান করা উচিত।

তাম্বুলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর বলেন, ছেলে পক্ষ রাজী না থাকায় সমাধান করা সম্ভব হচ্ছে না। তবু্ও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় থানায় জানানো হয়েছে। এবিষয়ে পীরগাছা থানার পুলিশ কর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে সমাধান না হলে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version