Sunday, November 16, 2025

আগামী ৪ দিন রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Date:

গত রবিবারই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। রাজ্যজুড়ে চলছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। এরই মাঝে গোটা রাজ্যজুড়ে আগামী ৪ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে আগামী ১২ জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

গত দু’দিন ধরেই হাঁসফাঁস গরমে  অস্বস্তি বাড়ছিল দক্ষিণ বঙ্গবাসীর। তবে প্রাক-বর্ষার বৃষ্টির জেরে কিছুটা হলেও রেহাই পাচ্ছেন তারা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে প্রবল বৃষ্টি ও সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। তবে ১১ জুন দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। গত দু’দিন ধরে চলা প্রাক-বর্ষার বৃষ্টিতে কিছুটা হলেও গরম থেকে স্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। তবে চিন্তা বাড়াচ্ছে বাজ পড়ে মৃত্যুর ঘটনা। সোমবার সন্ধ্যায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ২৭ জনের।

অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। তারপরই নড়েচড়ে বসেছে নবান্ন। ইয়াসের দুর্যোগে বহু বাঁধ ভেঙে পড়েছে। ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর ফের নিম্নচাপের ফলে বৃষ্টিপাতে ইয়াস পরবর্তী পরিস্থিতি আরও বিঘ্ন হতে পারে বলে আগে ভাগেই সতর্ক করা হয়েছে।বাঁধ মেরামতির কাজ চলছে জোরকদমে। ত্রাণ শিবিরেই রয়েছেন বহু মানুষ। দুর্যোগের আশঙ্কায় জেলাশাসকদের নবান্ন-র তরফে সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version