কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া পাত্র চাই ! অভিনব বিজ্ঞাপন ভাইরাল

সংবাদপত্রের পাতায় পাত্র-পাত্রীর বিজ্ঞাপন আজ নতুন নয়। এটা চলে আসছে বহুদিন ধরে। বহু মানুষ সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে পাত্র-পাত্রীর খোঁজ করে থাকেন। যতদিন গেছে বিজ্ঞাপনের ধরণও বেশ বদলেছে। তবে এই অভিনব ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দেখলে আপনি অবাক হতে বাধ্য।

রোমান ক্যাথোলিক কন্যা। ২৪ বছর। সেলফ এমপ্লয়েড। এতদূর পর্যন্ত আর পাঁচটা পাত্র চাই বিজ্ঞাপনের সঙ্গে কোনও পার্থক্য নেই।

এর পরেই চমক রয়েছে। লেখা রয়েছে, “কোভিশিল্ড ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া পাত্রীর জন্য ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া আছে এমন রোমান ক্যাথলিক পাত্র চাই। বয়স ২৮ থেকে ৩০, স্বাধীন, ধৈর্যশীল, বই পড়তে ভালোবাসে এমন পাত্র যোগাযোগ করুন। নম্বর ৯৮২২১৪২০৩৭(হোয়াটসঅ্যাপ)। এমন বিজ্ঞাপন করোনা না হলে দেখা যেত না। করোনা যে মানুষের জীবন কিভাবে বদলে দিচ্ছে, তা প্রমাণ করে এই বিজ্ঞাপন!

এমন অভিনব ‘পাত্র চাই’-এর বিজ্ঞাপন দেখে বেজায় মজা পেয়েছেন নেটিজেনরা। টুইটার, ফেসবুকে ভাইরাল হয়েছে এই ছবি।

আরও পড়ুন- বৈঠক এড়িয়ে মুকুল বললেন, ‘কেউ ডাকেনি’, দিলীপ জানালেন, ‘উনি জানতেন’, জল্পনা তুঙ্গে