Monday, August 25, 2025

বাংলা বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে (Bjp) যোগ দিয়েছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty )। আর যোগ দিয়েই নিজের জনপ্রিয় সিনেমার বহুল প্রচারিত ডায়লগ বলে বেড়িয়েছেন তিনি। তাঁর সেই উস্কানিমূলক মন্তব্য জেরেই বাংলায় হিংসা ছড়াচ্ছে- এই অভিযোগে মিঠুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল (Tmc)। এবার গ্রেফতার এড়াতে এফআইআর (FIR) খারিজের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মিঠুন। হাইকোর্টের নির্দেশ দেখেই পরবর্তী সিদ্ধান্ত- জানালেন তৃণমূল যুব নেতা মৃত্যুঞ্জয় পাল ও আইনজীবী অয়ন চক্রবর্তী।

রাজ্যে ভোটের প্রচার। “আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি” বা “মারব এখানে লাশ পড়বে শ্মশানে”- বিজেপির সভায় মিঠুন চক্রবর্তীর এই সব ডায়লগে তেতে উঠেছিল জনতা। শেষপর্যন্ত অবশ্য ভোটের লড়াইয়ে ধরাশায়ী হয় বিজেপি। ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগ উঠে। উত্তর কলকাতা যুব তৃণমূলের তরফে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মানিকতলা থানায় FIR দায়ের করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গা প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিযোগ দায়ে করা হয় দিলীপ ঘোষের বিরুদ্ধেও। উত্তর কলকাতায় তৃণমূলের যুবনেতা মৃত্যুঞ্জয় পাল (Mrityunjoay Paul) জানান, তাঁরা চান এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের জন্য মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করা হোক। কারণ, একজন দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করেননি মহাগুরু। ভোট-পরবর্তী হিংসায় যে দলের কর্মী-সমর্থকরা প্রাণ যাক না কেন, কেন সব মৃত্যুই দুঃখজনক। মৃত্যুঞ্জয় বলেন, তাঁদের দলের অনেকেই হিংসা শিকার হয়েছেন। অভিযোগ, তার জন্য দায়ী মিঠুন-দিলীপের উস্কানিমূলক মন্তব্য। এবার তাহলে তাঁদের পরবর্তী পদক্ষেপ কী? এর উত্তরে মৃত্যুঞ্জয় পাল জানান, আইন মেনেই পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন তাঁরা।

এফআইআরের খারিজের আবেদনে হাইকোর্টে (High Court) মামলা করেন মিঠুন চক্রবর্তী। অভিনেতার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই FIR দায়ের করা হয়েছে। এ বিষয়ে মৃত্যুঞ্জয় পালদের পক্ষের আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) জানান, হাইকোর্ট কী নির্দেশ দেয় তাই দেখেই পরবর্তী পদক্ষেপ করবেন তাঁরা। তবে অয়ন জানান, এফআইআরের ভিত্তিতে মিঠুন চক্রবর্তীকে নোটিশ দিয়ে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। তাঁর বক্তব্যে সন্তুষ্ট না হলে গ্রেফতারির সম্ভাবনা থেকে যায়। সেটা এড়াতেই মিঠুন হাইকোর্টে ছুটেছেন বলে মনে করছেন অনেকে।

 

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version