Wednesday, November 5, 2025

‘কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন’, অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক মমতার

Date:

বিগত ৭ মাস ধরে দিল্লির বুকে চলতে থাকা কৃষক আন্দোলনকে শুরু থেকেই সমর্থন জানিয়েছে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর বুধবার কৃষক নেতাদের সঙ্গে নবান্নের(Nabanna) বৈঠক সেরে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেন তিনি। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, দিল্লিতে চলতে থাকা কৃষক আন্দোলনের(farmer protest) পাশে রয়েছে তাঁর সরকার। পাশাপাশি কৃষক বিরোধী যে বিল মোদি সরকার পাস করেছে বুধবার তার বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিলেন সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের।

জাতীয় রাজনীতিতে তৃণমূল যে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বুধবার কৃষক নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর তা আর আলাদা করে বলার অবকাশ রাখে না। এদিন কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে তিনটি কৃষি বিল সরকার এনেছে তা সম্পূর্ণরূপে কৃষক বিরোধী। অবিলম্বে এই আইন প্রত্যাহার করুক সরকার।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘সংসদের জোর করে এই আইন লাগু করা হয়েছে। শুরু থেকে আমি কৃষকদের পাশে আছি আগামী দিনেও থাকবো। যতদিন না দাবি আদায় হচ্ছে ততদিন এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। কৃষকদের জমি জোর করে কেড়ে নেওয়া কখনোই কাম্য নয়।’

আরও পড়ুন:বিজেপি’র দলবদলুরা দ্রুত বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন, ‘সতর্ক’ করতেই দিল্লি তলব

শুধু তাই নয়, মোদি সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মমতা আরো বলেন, ‘বিজেপি খবরদারি করার রাজত্ব চালাচ্ছে। নোটবন্দির ঢঙে বিরোধীদের মুখ বন্ধ করার প্রচেষ্টা চলছে। তবে বিজেপিতে ষড়যন্ত্র সফল হবে না। দেশের গণতন্ত্র রক্ষায় সকলকে একজোট হতে হবে। একটি রাজ্যে বিজেপি আক্রমণ করলে বাকি সমস্ত রাজ্যকে একজোট হয়ে লড়াই করতে হবে।’ নয়া টিকা নীতি নিয়েও এদিন মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, টিকাকরণের জন্য যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তা কোথায় গেল? এতদিন সমস্ত রাজ্যকে টাকা দিয়ে কিনতে হয়েছে। নতুন যে কোভিড নীতি লাগু করা হয়েছে তা পরিষ্কার নয়। সঙ্গে তিনি আরও বলেন, ‘টিকায় জিএসটি লাগানো অপরাধ। এটা জীবন মৃত্যু নিয়ে খেলা করা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’

এদিন বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষক আন্দোলনের নেতা বলেন রাকেশ টিকাইত মমতার প্রশংসা করে বলেন, ‘পুঁজিবাদী শক্তিকে জবাব দিয়েছে বাংলা। বছর ধরে দেশের উন্নয়ন থমকে রয়েছে। BJP-কে কড়া জবাব দিয়েছেন মমতা।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘বাংলা যে পথে হাঁটবে, সেই পথ অনুসরণ করবে দেশ।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version