Thursday, August 21, 2025

অধিকাংশ পুরসভার (Municipality) মেয়াদ উত্তীর্ণ হওয়ার দরুণ গত বছরই রাজ্যজুড়ে পুরভোট (Municipal Election) করার প্রস্তুতি নিয়েছিল সরকার। কিন্তু তাতে বাধ সাধে করোনা (Corona). মহামারির জন্য স্থগিত হয়ে যায় কলকাতা-বিধাননগর-হাওড়া-সহ রাজ্যের প্রায় ১১২টি পুরসভা নির্বাচন। কিন্তু জন পরিষেবা যাতে অচল হয়ে না পড়ে তার জন্য রাজ্য সরকারের তরফে বসানো হয় প্রশাসকদের। তাঁরাই পরিচালনা করছে পুরসভার যাবতীয় কাজকর্ম। মূলত, প্রতিটি পুরসভার মেয়র ও চেয়ারম্যানদের প্রশাসনিক বোর্ডের মাথায় বসানো হয়। আর পুর প্রশাসকের নেতৃত্বে বাকি ওয়ার্ড কমিশনারদের নিয়ে কো-‌অর্ডিনেটর গঠন করা হয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে। এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্যরাই পুর এলাকায় সমস্ত নাগরিক পরিষেবা সংক্রান্ত কাজ দেখভাল করছেন সেই থেকে। যার আপত্তি করে বিরোধী বিজেপি আদালতে পর্যন্ত গিয়েছিল।

এদিকে, একুশের হাইভোল্টেজ বিধানসভা ভোটে বিরাট জয় পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে রাজ্যের অধিকাংশ পুরসভায় ভোট করলেই ফের পুরসভাগুলি তৃণমূলের দখলেই আসার কথা। কিন্তু কোভিড পরিস্থিতিতে রাজ্যের মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে পুরভোট করানোর ঝুঁকি নিতে চাইছে না শাসক শিবির। সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে।

তৃণমূল সূত্রে খবর, মেয়াদ শেষ হয়ে যাওয়া পুরসভাগুলির এখনই নির্বাচন করানো সম্ভব হচ্ছে না করোনার বিষয়টি মাথায় রেখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন প্রথম কাজই হলো করোনার মোকাবিলা-সহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেক্ষেত্রে কোভিড সংক্রমণ পুরোপুরি কমে গেলে তবেই নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করতে চায় ঘাসফুল শিবির। রাজ্য নির্বাচন কমিশনও এমনটা চাইছে বলে জানা গিয়েছে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version