Sunday, August 24, 2025

নারদ-মামলায় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ করলো না বৃহত্তর বেঞ্চ

Date:

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ বুধবার নারদ মামলায় মুখ্যমন্ত্রী ও রাজ্যের আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ করতে অস্বীকার করেছে৷ অথচ CBI-ই মামলা স্থানান্তর নিয়ে অতিরিক্ত হলফনামা পেশ করে এই মামলায় পক্ষভুক্ত করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে৷ এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদিকে জানান, “এই মুহুর্তে নতুন কোনও হলফনামা আদালত গ্রহণ করবে না৷ আপনার সওয়ালের সময় হলফনামা পেশ করতে পারেন৷”

 

◾বুধবারের শুনানির শুরুতেই এই মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর তরফে হলফনামা দাখিল করতে চান বিশিষ্ট আইনজীবী রাকেশ দ্বিবেদি।

 

◾এতে আপত্তি জানান সলিসিটর জেনারেল তুষার মেহেতা৷ মেহেতা বলেন, “আমার আর্গুমেন্ট শেষ হওয়ার পর কিছু হলফনামা জমা পড়ছে৷ এটা ঠিক নয়৷ আমাদের বক্তব্য রয়েছে ওইসব হলফনামা নিয়ে৷

 

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – গত ৩ জুন সলিসিটর জেনারেল তার আর্গুমেন্ট শেষ করেন। তারপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল

(AG) বলতে চান। আমরা অনুমতি দিইনি৷ আমরা বলেছিলাম, হলফনামা গ্রহণ করা হবে না।

তারপর মিঃ সিংভি বলতে শুরু করেছেন।

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – আমরা এই হলফনামা পেশের অনুমতি দিচ্ছি না। একপক্ষের সওয়াল ইতিমধ্যেই সম্পূর্ন হয়েছে। তাই আমরা এই হলফনামা গ্রহন করছি না।

 

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – হলফনামা পেশ করার বিষয়টি আগে জানলে সলিসিটর জেনারেল সেই ভাবে আর্গুমেন্ট করতে পারতেন।

 

◾মুখ্যমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদি – গত ২ জুন CBI অতিরিক্ত হলফনামা দাখিল করেছে৷ সেখানে আমাদের পক্ষভুক্ত করা হয়েছে৷ তাহলে আমরা কেন হলফনামা পেশ করতে পারবো না ?

 

◾মেহেতা – আমার বক্তব্য পেশ করার সময়ই বলেছিলাম, প্রতিবাদী নেতাদের পক্ষভুক্ত করা হলেও কেউ এখনও হলফনামা পেশ করেননি। আজ, এখন তারা নিজেদের ভূল সংশোধন করছেন।

 

◾AG – আইন অনুযায়ী হলফনামা জমা দেওয়ার জন্যে ৪ সপ্তাহ সময় দেওয়া হয়।

 

◾মুখ্যমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদি – নতুন ভাবে যাদের মামলায় পক্ষভুক্ত করা হয়েছে, তাদের হলফনামা জমা দেওয়ার সময় দিতে হবে। আমরা ৭ দিনের মধ্যেই হলফনামা পেশ করেছি। প্রয়োজন হলে CBI-কে ফের সওয়াল করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হোক।

 

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায়, রাকেশ দ্বিবেদিকে – যখন আপনাদের এই মামলায় পক্ষভুক্ত করা হয়েছে, তখনই আপনারা হলফনামা জমা দেওয়ার অনুমতি চাইতে পারতেন৷

 

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাকেশ দ্বিবেদিকে – আমরা ইতিমধ্যে এই মামলা একসপ্তাহ ধরে শুনছি। আপনি কি চান আমরা আবার একই বিষয় শুনি ? আপনি আদালতের সঙ্গে এটা করতে পারেন না।

 

◾মেহেতা – আদালত পরিচালনার একটা নিয়ম আছে, মর্যাদা আছে। যা হচ্ছে তা অভূতপূর্ব। আদালত অবিলম্বে পদক্ষেপ করে একটা উদাহরন তৈরি করুক।

 

◾AG – হ্যাঁ, সত্যিই অভূতপূর্ব। CBI একটা চিঠি দিয়ে মামলা স্থানান্তরের আবেদন করছে।

 

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি,রাকেশ দ্বিবেদিকে – এই মুহুর্তে নতুন কোনও হলফনামা আদালত গ্রহণ করবে না৷ আপনার সওয়ালের সময় পেশ করবেন৷

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version