Sunday, November 9, 2025

নারদ-মামলায় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ করলো না বৃহত্তর বেঞ্চ

Date:

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ বুধবার নারদ মামলায় মুখ্যমন্ত্রী ও রাজ্যের আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ করতে অস্বীকার করেছে৷ অথচ CBI-ই মামলা স্থানান্তর নিয়ে অতিরিক্ত হলফনামা পেশ করে এই মামলায় পক্ষভুক্ত করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে৷ এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদিকে জানান, “এই মুহুর্তে নতুন কোনও হলফনামা আদালত গ্রহণ করবে না৷ আপনার সওয়ালের সময় হলফনামা পেশ করতে পারেন৷”

 

◾বুধবারের শুনানির শুরুতেই এই মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর তরফে হলফনামা দাখিল করতে চান বিশিষ্ট আইনজীবী রাকেশ দ্বিবেদি।

 

◾এতে আপত্তি জানান সলিসিটর জেনারেল তুষার মেহেতা৷ মেহেতা বলেন, “আমার আর্গুমেন্ট শেষ হওয়ার পর কিছু হলফনামা জমা পড়ছে৷ এটা ঠিক নয়৷ আমাদের বক্তব্য রয়েছে ওইসব হলফনামা নিয়ে৷

 

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – গত ৩ জুন সলিসিটর জেনারেল তার আর্গুমেন্ট শেষ করেন। তারপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল

(AG) বলতে চান। আমরা অনুমতি দিইনি৷ আমরা বলেছিলাম, হলফনামা গ্রহণ করা হবে না।

তারপর মিঃ সিংভি বলতে শুরু করেছেন।

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – আমরা এই হলফনামা পেশের অনুমতি দিচ্ছি না। একপক্ষের সওয়াল ইতিমধ্যেই সম্পূর্ন হয়েছে। তাই আমরা এই হলফনামা গ্রহন করছি না।

 

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – হলফনামা পেশ করার বিষয়টি আগে জানলে সলিসিটর জেনারেল সেই ভাবে আর্গুমেন্ট করতে পারতেন।

 

◾মুখ্যমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদি – গত ২ জুন CBI অতিরিক্ত হলফনামা দাখিল করেছে৷ সেখানে আমাদের পক্ষভুক্ত করা হয়েছে৷ তাহলে আমরা কেন হলফনামা পেশ করতে পারবো না ?

 

◾মেহেতা – আমার বক্তব্য পেশ করার সময়ই বলেছিলাম, প্রতিবাদী নেতাদের পক্ষভুক্ত করা হলেও কেউ এখনও হলফনামা পেশ করেননি। আজ, এখন তারা নিজেদের ভূল সংশোধন করছেন।

 

◾AG – আইন অনুযায়ী হলফনামা জমা দেওয়ার জন্যে ৪ সপ্তাহ সময় দেওয়া হয়।

 

◾মুখ্যমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদি – নতুন ভাবে যাদের মামলায় পক্ষভুক্ত করা হয়েছে, তাদের হলফনামা জমা দেওয়ার সময় দিতে হবে। আমরা ৭ দিনের মধ্যেই হলফনামা পেশ করেছি। প্রয়োজন হলে CBI-কে ফের সওয়াল করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হোক।

 

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায়, রাকেশ দ্বিবেদিকে – যখন আপনাদের এই মামলায় পক্ষভুক্ত করা হয়েছে, তখনই আপনারা হলফনামা জমা দেওয়ার অনুমতি চাইতে পারতেন৷

 

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাকেশ দ্বিবেদিকে – আমরা ইতিমধ্যে এই মামলা একসপ্তাহ ধরে শুনছি। আপনি কি চান আমরা আবার একই বিষয় শুনি ? আপনি আদালতের সঙ্গে এটা করতে পারেন না।

 

◾মেহেতা – আদালত পরিচালনার একটা নিয়ম আছে, মর্যাদা আছে। যা হচ্ছে তা অভূতপূর্ব। আদালত অবিলম্বে পদক্ষেপ করে একটা উদাহরন তৈরি করুক।

 

◾AG – হ্যাঁ, সত্যিই অভূতপূর্ব। CBI একটা চিঠি দিয়ে মামলা স্থানান্তরের আবেদন করছে।

 

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি,রাকেশ দ্বিবেদিকে – এই মুহুর্তে নতুন কোনও হলফনামা আদালত গ্রহণ করবে না৷ আপনার সওয়ালের সময় পেশ করবেন৷

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version