Friday, August 22, 2025

মোদির সঙ্গে দেখা করার পর স্রেফ মাঠের বক্তৃতা দিলেন শুভেন্দু

Date:

Share post:

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন কোনও কথাই বলতে পারলেন না৷ একাধিক প্রশ্ন এড়িয়ে গেলেন, ভোটপ্রচারে এতদিন যা যা বলেছেন, সেই সব কথাই ফের টেনে আনলেন এবং এক্তিয়ারের বাইরে গিয়ে বললেন,”পশ্চিমবঙ্গে CAA লাগু হবেই”৷

আর ‘যশস্বী’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, “আজ আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন৷ ৪৫ মিনিট ওনার সান্নিধ্যে ছিলাম৷ উনি নিজের অভিজ্ঞতা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন, উপদেশ দিয়েছেন, উৎসাহিত করেছেন৷ বলেছেন, বিধানসভায় বিরোধী দল হিসাবে বিজেপিকে গণতান্ত্রিক ও সাংবিধানিক পথে ভূমিকা পালন করতে হবে৷ বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বিরোধী নেতা হিসাবে আমার ভূমিকা কেমন হবে, সেকথাও বলেছেন প্রধানমন্ত্রী৷”

এর বাইরে শুভেন্দু এদিন স্রেফ মাঠের বক্তৃতাই দিয়েছেন৷ সব প্রশ্নের জবাবেই সেই তৃণমূলের অত্যাচার, তৃণমূলের দুর্নীতি ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেই সময় কাটিয়েছেন৷

তবে তার ফাঁকেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘তুষ্ট’ করার কাজ গুরুত্ব দিয়েই করেছেন শুভেন্দু৷ এক প্রশ্নের উত্তরে এদিন শুভেন্দু বলেন, “মঙ্গলবার রাজ্য কমিটির বৈঠকে দিলীপদা যা সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমার পূর্ণ সমর্থন আছে৷ আমরা একইসঙ্গে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকর করতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো৷ দিলীপদা সামনে দাঁড়িয়ে নির্বাচনের সময় দলকে নেতৃত্ব দিয়েছেন৷ ওনার প্রতিটি সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত”৷ এদিন দিলীপ ঘোষ প্রসঙ্গে শুভেন্দু’র যাবতীয় মন্তব্যে রাজনৈতিক মহলের কাছে এটা স্বচ্ছ হয়েছে, এই দিল্লি-সফরে দলের শীর্ষ নেতৃত্ব শুভেন্দুকে বার্তা দিয়েছেন, দিলীপ ঘোষের সঙ্গে সহযোগিতা না করলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে তাঁকে৷ সেই সতর্কবার্তা মাথায় রেখেই এদিন দিলীপ-স্তুতিতে কার্পণ্য করেননি শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন-‘কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন’, অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার ডাক মমতার

শুভেন্দু এদিন ‘সতীর্থ’ রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন৷ মুকুল রায় প্রসঙ্গেও মুখ খোলেননি৷ ফেরার বিনয় মিশ্র সম্পর্কে বলেছেন, ‘কোন পুলিশ বিনয়কে ভেরিফিকেশন সার্টিফিকেট দিয়েছে, তা খোঁজা হচ্ছে’৷ রাজ্যের পঞ্চায়েতগুলিতে দুর্নীতি হচ্ছে, তা কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীকে তিনি বলেছেন৷ রাজ্যের তিন বিজেপি সাংসদ, সৌমিত্র খাঁন, অর্জুন সিং এবং নিশীথ প্রামানিককে এদিনই দিল্লিতে তলব করার প্রসঙ্গটিকে হালকা করে দিয়ে বলেছেন, “ওরা তো প্রায়ই দিল্লিতে আসেন স্ট্যাণ্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে৷ তেমনই হয়তো এসেছেন, আমার সঙ্গে দেখা হয়নি”৷

এবং শুভেন্দু বলেছেন, “বাংলা ভারতের বাইরে নয়, দেশের পাঁচ রাজ্যে CAA- NRC চালু হয়েছে৷ বাংলাতেও হবে৷”

Advt

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...