চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের (Buddhadev Dasgupta) জীবনাবসান। অনেকদিন ধরেই ধরে তিনি কিনডির (Kidney) অসুখে ভুগছিলেন। চলছিল ডায়ালিসিসও। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৭ বছর।কিডনির সমস্যার সঙ্গে যুক্ত হয়েছিল বার্ধক্যজনিত সমস্যাও ছিল।
অর্থনীতি নিয়ে স্কটিশ চার্চ কলেজে লেখাপড়া করেন তিনি। পরে জীবন শুরু করেন অর্থনীতির অধ্যাপক হিসেবে। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘নিম অন্নপূর্ণা’, ‘বাঘ বাহাদুর’, ‘তাহাদের কথা’, ‘চরাচর’। অত্যন্ত প্রথিতযশা এই চিত্র পরিচালকের বহু ফিল্ম জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে। ‘তাহাদের কথা’, ‘উত্তরা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে।