Tuesday, November 4, 2025

রাষ্ট্রপুঞ্জের ব্যুরোক্রেসি এবার ভারতের হাতে, বড় দায়িত্ব পেলেন নাগরাজ নাইডু

Date:

রাষ্ট্রপুঞ্জের ব্যুরোক্রেসিতে(United nation bureaucracy) এবার বড় দায়িত্ব পেলেন ভারতীয় আইএফএস আধিকারিক(IFS officer)। রাষ্ট্রপুঞ্জের নতুন শেফ ডে ক্যাবিনেটে নিযুক্ত করা হলো ইন্ডিয়ান ফরেন সার্ভিসের আধিকারিক কে নাগরাজ নাইডুকে(K Nagraj Naidu)। আগামী এক বছরের জন্য রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বিশ্বের কূটনীতিকদের নেতৃত্ব দেবেন তিনি। এই সময়কালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার প্রেসিডেন্ট পদে থাকবেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আব্দুল্লা শাহিদ।

বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন মালদ্বীপের বিদেশ মন্ত্রী তথা রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার প্রেসিডেন্ট। এক টুইটে তিনি লেখেন, ‘আমি আজ অ্যাম্বাস্যাডর থিলমিজা হুসেন সে পিজিএ-র বিশেষ এনভয় এবং আমার শেফ ডে ক্যাবিনেট পদে নাগরাজ নাইড়ু কুমারকে নিযুক্ত করলাম। আমার #প্রেসিডেন্সিফরহোপ-এর নীতিকে কার্যকর করার ক্ষেত্রে তাঁরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন।’

আরও পড়ুন:বাইশে উত্তরপ্রদেশ নির্বাচন, তার আগেই দেশের নির্বাচন কমিশনারের পদে যোগী ঘনিষ্ঠ

রাষ্ট্রসঙ্ঘের মালদ্বীপের স্থায়ী প্রতিনিধি থিলফিজা হুসেন। অন্যদিকে নাইডু রাষ্ট্রসংঘের ভারতের ডেপুটি স্থায়ী প্রতিনিধি। নতুন পদ পাওয়ার জেরে আগামী এক বছরের জন্য নাইডুকে রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য ‘লোন’ দেবে ভারত। উল্লেখ্য, ‘সেফ ডে ক্যাবিনেট’ পদ ভারতের প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি বা মার্কিন রাষ্ট্রপতি চিফ অফ স্টাফ পদের সমগোত্রীয়। এই পদে একজন ভারতীয় কূটনীতিবিদ নিয়োগ হওয়ায় স্বাভাবিকভাবেই রাষ্ট্রসঙ্ঘের প্রভাব বাড়তে চলেছে ভারতের। অন্যদিকে গত জানুয়ারি মাসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কাজ শুরু করেছে ভারত। আগামী দু’বছরের জন্য এই পদে সামলাবে ভারত।

Related articles

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...

হিরে-সোনা সঙ্গেই বাড়ছে বিজ্ঞাপনের পারিশ্রমিক, জানুন স্মৃতিদের প্রাপ্তি তালিকা

বিশ্বকাপ(ICC World cup) জয়ের পরই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বাড়ছে ব্র্যান্ড ভ্যালু। বিশ্বকাপ জয়ের পরই রাতারাতি মহাতারকা হয়ে উঠেছেন...

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...
Exit mobile version