Thursday, August 28, 2025

রাষ্ট্রপুঞ্জের ব্যুরোক্রেসি এবার ভারতের হাতে, বড় দায়িত্ব পেলেন নাগরাজ নাইডু

Date:

রাষ্ট্রপুঞ্জের ব্যুরোক্রেসিতে(United nation bureaucracy) এবার বড় দায়িত্ব পেলেন ভারতীয় আইএফএস আধিকারিক(IFS officer)। রাষ্ট্রপুঞ্জের নতুন শেফ ডে ক্যাবিনেটে নিযুক্ত করা হলো ইন্ডিয়ান ফরেন সার্ভিসের আধিকারিক কে নাগরাজ নাইডুকে(K Nagraj Naidu)। আগামী এক বছরের জন্য রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বিশ্বের কূটনীতিকদের নেতৃত্ব দেবেন তিনি। এই সময়কালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার প্রেসিডেন্ট পদে থাকবেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আব্দুল্লা শাহিদ।

বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন মালদ্বীপের বিদেশ মন্ত্রী তথা রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার প্রেসিডেন্ট। এক টুইটে তিনি লেখেন, ‘আমি আজ অ্যাম্বাস্যাডর থিলমিজা হুসেন সে পিজিএ-র বিশেষ এনভয় এবং আমার শেফ ডে ক্যাবিনেট পদে নাগরাজ নাইড়ু কুমারকে নিযুক্ত করলাম। আমার #প্রেসিডেন্সিফরহোপ-এর নীতিকে কার্যকর করার ক্ষেত্রে তাঁরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন।’

আরও পড়ুন:বাইশে উত্তরপ্রদেশ নির্বাচন, তার আগেই দেশের নির্বাচন কমিশনারের পদে যোগী ঘনিষ্ঠ

রাষ্ট্রসঙ্ঘের মালদ্বীপের স্থায়ী প্রতিনিধি থিলফিজা হুসেন। অন্যদিকে নাইডু রাষ্ট্রসংঘের ভারতের ডেপুটি স্থায়ী প্রতিনিধি। নতুন পদ পাওয়ার জেরে আগামী এক বছরের জন্য নাইডুকে রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য ‘লোন’ দেবে ভারত। উল্লেখ্য, ‘সেফ ডে ক্যাবিনেট’ পদ ভারতের প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি বা মার্কিন রাষ্ট্রপতি চিফ অফ স্টাফ পদের সমগোত্রীয়। এই পদে একজন ভারতীয় কূটনীতিবিদ নিয়োগ হওয়ায় স্বাভাবিকভাবেই রাষ্ট্রসঙ্ঘের প্রভাব বাড়তে চলেছে ভারতের। অন্যদিকে গত জানুয়ারি মাসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কাজ শুরু করেছে ভারত। আগামী দু’বছরের জন্য এই পদে সামলাবে ভারত।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version