Thursday, August 28, 2025

কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ? মুর্শিদাবাদে তুঙ্গে জল্পনা

Date:

তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ?

এমন জল্পনাই ঘুরছে মুর্শিদাবাদে৷ শুধু অভিজিৎ নন, মুর্শিদাবাদ কংগ্রেসে বড় ভাঙনের সম্ভাবনাও তৈরি হয়েছে৷ পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হকের নামও জল্পনায় আছে৷

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের দিনই প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী। আর তারপরই অভিজিতের দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বুধবার মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, মুর্শিদাবাদ তৃণমূলের সভাপতি তথা সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক ইমানি বিশ্বাস, মহম্মদ সোহরাব–সহ আরও অনেকে। ওইদিনই এই নেতা-মন্ত্রীরা সদলবলে অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে যান। বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় তাঁদের মধ্যে। এরপরই অভিজিতের দলবদলের জল্পনা তৈরি হয়েছে। তবে এ নিয়ে মুখ খোলেননি প্রণব-পুত্র। তিনি বলেছেন, “আবু তাহের ফোন করে বলল সকলে একসঙ্গে আছি। দাদা, তোমার বাড়িতে চা খেতে যাবো। আমি বললাম চলে এসো। ওঁদের সঙ্গে আমার ব্যক্তিগত ভাল সম্পর্ক। আমার বাড়িতে এসে বাবা, মায়ের ছবিতে শ্রদ্ধা জানান। গল্পগুজব হয়। চা খেয়ে চলে যান।

বিধানসভা নির্বাচনে ‘গড়’ মুর্শিদাবাদে একটি আসনও পায়নি কংগ্রেস। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে প্রণব-পুত্রের সাক্ষাতের পর এই বিষয়টি ক্রমশ জোরদার হচ্ছে৷

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version