Tuesday, December 2, 2025

কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ? মুর্শিদাবাদে তুঙ্গে জল্পনা

Date:

তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ?

এমন জল্পনাই ঘুরছে মুর্শিদাবাদে৷ শুধু অভিজিৎ নন, মুর্শিদাবাদ কংগ্রেসে বড় ভাঙনের সম্ভাবনাও তৈরি হয়েছে৷ পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হকের নামও জল্পনায় আছে৷

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের দিনই প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী। আর তারপরই অভিজিতের দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বুধবার মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, মুর্শিদাবাদ তৃণমূলের সভাপতি তথা সাংসদ আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক ইমানি বিশ্বাস, মহম্মদ সোহরাব–সহ আরও অনেকে। ওইদিনই এই নেতা-মন্ত্রীরা সদলবলে অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে যান। বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় তাঁদের মধ্যে। এরপরই অভিজিতের দলবদলের জল্পনা তৈরি হয়েছে। তবে এ নিয়ে মুখ খোলেননি প্রণব-পুত্র। তিনি বলেছেন, “আবু তাহের ফোন করে বলল সকলে একসঙ্গে আছি। দাদা, তোমার বাড়িতে চা খেতে যাবো। আমি বললাম চলে এসো। ওঁদের সঙ্গে আমার ব্যক্তিগত ভাল সম্পর্ক। আমার বাড়িতে এসে বাবা, মায়ের ছবিতে শ্রদ্ধা জানান। গল্পগুজব হয়। চা খেয়ে চলে যান।

বিধানসভা নির্বাচনে ‘গড়’ মুর্শিদাবাদে একটি আসনও পায়নি কংগ্রেস। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে প্রণব-পুত্রের সাক্ষাতের পর এই বিষয়টি ক্রমশ জোরদার হচ্ছে৷

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...
Exit mobile version