Saturday, August 23, 2025

হুগলিতে ফের লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ, “গো ব্যাক” স্লোগান

Date:

ফের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ। সঙ্গে “গো ব্যাক” স্লোগান। আজ, বৃহস্পতিবার হুগলির পাণ্ডুয়ায় লকেটকে ঘিরে বিক্ষোভ দেখান একদল তৃণমূল সাংসদ।

ঠিক কী ঘটেছিল?

এদিন পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলতে যান সাংসদ লকেট। অভিযোগ, হাসপাতালে ঢোকার আগেই জিটি রোডের উপর তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। পাণ্ডুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন হাসপাতালে গিয়েছিলেন লকেট?

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সম্প্রতি পাণ্ডুয়া হাসপাতালে এক চিকিৎসককে নিগ্রহ করা হয়েছে। এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে জিটি রোড অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা। তখনই মারধর ও নিগ্রহ করা হয় চিকিৎসককে। আর সেই কারণেই ওই চিকিৎসকের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন হুগলির সাংসদ।

অভিযোগ নিয়ে কী বলছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব?

লকেটকে ঘিরে বিক্ষোভের ঘটনা নিয়ে ঘাসফুল শিবিরের বক্তব্য, লোকসভা ভোটের পর থেকে সাংসদকে এলাকায় দেখা যায়নি। লোকসভা ভোটের পর পাণ্ডুয়ায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর অনেক অত্যাচার হয়েছে। তখন লকেটকে দেখা যায়নি। বরং, পরোক্ষে সেই সন্ত্রাসের মদত দিয়েছিলেন বিজেপি সাংসদ। আর এখন ঘোলা জলে মাছ ধরতে নেমে চিকিৎসকদের সহানুভূতি জানাতে এসেছেন। চিকিৎসক নিগ্রহের ঘটনায় পুলিশ-প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। লকেট এখানে উত্তেজনা ছড়াতে এসেছে বলেই তাঁকে ঘিরে বিক্ষোভ, দাবি শাসক শিবিরের।

আরও পড়ুন- নিউটাউন এনকাউন্টার: দুষ্কৃতীদের ফ্ল্যাটে ব্ল্যাঙ্ক মাইক্রোচিপ, পাকিস্তানি পিস্তল উদ্ধার

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version