‘আমি বিজেপির সঙ্গে লিভ-ইনে ছিলাম’, মুকুলের দলবদলকে কটাক্ষ শ্রীলেখার

গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর পরই সংবাদের শিরোনামে মুকুল রায়। । বর্ষীয়ান নেতার দলবদল নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। এবার তাঁর দলবদলকে কটাক্ষ করতে ছাড়লেন না বাম ঘনিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মুকুলের দলবদলের সঙ্গে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরতের বিতর্কিত ‘লিভ ইন’ মন্তব্যের সঙ্গে তুলনা করে একটি পোস্ট করেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা লেখেন, ” আমি বিজেপিতে যোগদান করিনি। বিজেপির সঙ্গে লিভ-ইনে ছিলাম। তাই বিজেপি ছাড়ার কোনও প্রশ্নি ওঠে না।’


সম্প্রতি নুসরতের মা হওয়ার কথা প্রকাশ্যে আসতেই নিখিল জৈনের সঙ্গে নুসরতের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি উঠে আসে। সেখানে নুসরত জানান, নিখিল জৈনের সঙ্গে কোনওদিন বিয়েই হয়নি তাঁর। তাঁরা লিভ-ইনে থাকতেন। সাড়ে তিনবছর পর মুকুল রায় পদ্মশিবির ছেড়ে ঘাসফুলে ফিরে আসতেই নুসরতের মন্তব্যকে খোঁচা দিয়ে মুকুলের দলবদল প্রসঙ্গে ঠিক একই মন্তব্য করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর এই মন্তব্য নিমেষে ভাইরাল হয়ে পড়ে।
শুক্রবার মুকুল রায়ের দলবদল নিয়ে টুইট করেন বিজেপি নেতা তথাগত রায়, অনুপম হাজরা, বৈশালী ডালমিয়া সহ আরও অনেকে। আজ দুপুরে মুকুল এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়, তৃণমূল ভবনের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকেই নেটমাধ্যমে মিমের বন্যা বইতে শুরু করে।তবে সবকিছুকে উপেক্ষা করে তৃণমূলে যোগ দিয়ে মুকুল রায় বলেন, ‘বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে৷ বাংলাকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’