নিউটাউন গুলিকাণ্ডে ওই ফ্ল্যাটে এবার তৃতীয় ব্যক্তির উপস্থিতির কথা উঠে আসছে। ফরেন্সিকের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে ফ্ল্যাটে তৃতীয় এক জনের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। এখন সেই আঙুলের ছাপ ভরত কুমারের কিনা তা খতিয়ে দেখা হবে।
ফরেন্সিক রিপোর্ট ছাড়াও আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, ভুল্লারদের ফ্ল্যাটে বেশ কয়েক জনের যাতায়াত ছিল। তাঁরা কার তাও খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। সেই সঙ্গে তৃতীয় ব্যক্তির আঙুলের ছাপের মালিককে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে।
সাপুজির সুখবৃষ্টি আবাসনের ২০১ নম্বর ফ্ল্যাটে বেডরুম থেকে গুলি চালানো হয়। পাল্টা গুলি এসে লেগেছে ফ্ল্যাটের খাট, আলমারি, দেওয়াস-সহ ঘরের বিভিন্ন জায়গায়। এমপি ৫ এবং গ্লক পিস্তলের প্রচুর খালি কার্তুজও পাওয়া গিয়েছে ওই ভুল্লারদের ফ্ল্যাটে। ফ্ল্যাট থেকে প্রচুর নকল নথিও উদ্ধার হয়েছে।