Sunday, November 9, 2025

উপত্যকায় ফের বড়সড় জঙ্গি হামলা, ২ পুলিশকর্মী সহ মৃত ৪

Date:

ফের একবার উপত্যকায় নিরাপত্তা বাহিনীকে(security force) লক্ষ্য করে বড়সড় হামলা চালালো জঙ্গিরা(terrorist)। শনিবার সকালে জম্মু কাশ্মীরের সোপোর এলাকায় সিআরপিএফকে(CRPF) টার্গেট করে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। অতর্কিত হামলায় শহিদ হন ২ পুলিশকর্মী(police)। পাশাপাশি আরও দু’জন স্থানীয় মানুষের মৃত্যু হয়েছে এই হামলার জেরে। জম্মু-কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন এই হামলার পিছনে হাত রয়েছে লস্কর জঙ্গিদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ওই এলাকায় পেট্রোলিং চালাচ্ছিল সিআরপিএফ ও পুলিশ। ঠিক সেই সময় অতর্কিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি ছোড়ার পাশাপাশি ছোড়া হয় গ্রেনেড। কিছু বুঝে ওঠার আগেই অপারেশন চালিয়ে এলাকাছাড়া জঙ্গি দলটি। ততক্ষণে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে চারজনের। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। শীঘ্রই জঙ্গিদের পাকড়াও করা হবে বলে জানানো হয়েছে। অনুমান করা হচ্ছে এলাকাতেই কোনো জায়গায় লুকিয়ে রয়েছে এই জঙ্গি দলটি। একাধিক দলে ভাগ হয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন:নিউটাউন এনকাউন্টার: পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার ভুল্লার ঘনিষ্ঠ সুমিত কুমার

উল্লেখ্য, এই ঘটনা উপত্যাকায় প্রথমবার নয়, এর আগেও বারবার জঙ্গি হামলায় উপত্যকায় রক্ত ঝরেছে বহু সেনা ও সাধারণ মানুষের। গত ২৯ মার্চ এই এলাকাতেই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। সে হামলায় শহিদ হয়েছিলেন জম্মু কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার হামলার ঘটনা ঘটলো উপত্যকায়।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version