Wednesday, November 12, 2025

নিউটাউন এনকাউন্টার: ফ্ল্যাটে ব্যবহৃত কন্ডোম, সিসিটিভি ফুটেজে দুই রমণীর হদিশ

Date:

নিউটাউন এনকাউন্টারে নয় মোড়। সাপুরজির অভিজাত “সুখবৃষ্টি”-এর ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে তদন্তকারীদের নজরে এসেছে একাধিক ব্যবহৃত কন্ডোম। এরপরই ফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। আর সেখানেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। সিসিটিভি ফুটেজে ধরা হদিশ মেলে দুই রমণীর উপস্থিতিও!

অজ্ঞাত পরিচয় দুই মহিলার পরিচয় জানতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। এনকাউন্টারের ঠিক আগের রাতে জয়পাল ভুল্লার ও জসসি খারারের ফ্ল্যাটে আসতে দেখা গিয়েছে ওই দুই রমণীকে। কী উদ্দেশ্যে তারা গ্যাংস্টারদের ফ্ল্যাটে গিয়েছিল? জয়পাল, জসসির সঙ্গে এই দুই মহিলার কিসের সম্পর্ক? নিছক কল গার্ল নাকি সম্পর্ক আরও গভীরে? কতদিন পরিচয়, কিভাবে পরিচয়? ইত্যাদি জানতে দুই মহিলার খোঁজ শুরু করেছে পুলিশ। রহস্যের জট খুলতে এই দুই মহিলার হদিশ পাওয়া খুব জরুরি বলেই মনে করছেন তদন্তকারীরা।

সিসিটিভিতে ধরা পড়েছে এনকউন্টারের ঠিক আগেরদিন রাত ৯.৩০ মিনিট নাগাদ আবাসনের সামনে একটি কালো রঙয়ের গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকেই জয়পাল, জসসিদের টাওয়ারে ঢোকেন ওই দুই অজ্ঞাত পরিচয়ের মহিলা। এরপর রাত ১১টা নাগাদ দুই গ্যাংস্টারের ফ্ল্যাটে রাতের খাবার দিতে আসেন নাম প্রশান্ত নামে এক ডেলিভারি বয়। এরপর ওই রাতে আর ফ্ল্যাট থেকে কাউকে বের হতে বা ঢুকতে দেখা যায়নি। ঘটনার দিন সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ ফ্ল্যাট থেকে নিচে আসে জয়পাল ও জসসি। সঙ্গে ওই দুই মহিলাও। তাদের গাড়িতে তুলে দেয় দুই দুষ্কৃতী।

ওই দুই মহিলাকে হাতে পেতে কোনও কসুর বাদ দিচ্ছেন না তদন্তকারীরা। তাঁরা মনে করছেন, রহস্যের জট খুলতে এই দুই মহিলার হদিশ এই তদন্তে অন্যতম ব্রেক থ্রু হতে পারে পলিশের কাছে।

আরও পড়ুন- মুকুল-রাজীব পর্বের পর তৃণমূল নেতা-কর্মীদের কী বার্তা দিলেন কুণাল?

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version