Sunday, November 2, 2025

পুরকর্মীদের পেনশনের নতুন নিয়ম, অবসরের পরের দিন থেকে মিলবে সুবিধা

Date:

কর্মজীবনের অবসরের কয়েক বছর পেরোলেও পেনশন পাচ্ছেন না, বারে বারে এই অভিযোগ আসে কলকাতা পুরনিগমের সদর দফতরে । এবার এই অভিযোগের নিষ্পত্তি করতে চায় তারা। এজন্য নয়া পেনশন নীতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম ।
তারা সিদ্ধান্ত নিয়েছে, অবসরের সঙ্গে সঙ্গেই হাতে হাতে পেনশনের কাগজ দিয়ে দেওয়া হবে ।

কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কর্মজীবন শেষের পরের দিন থেকে যাতে পেনশনের সুবিধা পান কর্মীরা, সেই জন্যই নতুন পেনশন নীতি তৈরি করা হয়েছে ।

নতুন নীতি অনুযায়ী , পুরকর্মীর কর্মজীবনের অবসরের তিন মাস আগে থেকেই তাঁর পেনশনের ফাইল তৈরি শুরু হয়ে যাবে । পেনশন ফাইলের একটি আইডি নম্বর থাকবে । মোবাইলে এসএমএসের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীকে দেওয়া হবে সেই আইডি নম্বর । ওই নম্বরের ভিত্তিতে সেই ব্যক্তির পেনশনের ফাইল কোন পর্যায়ে রয়েছে সেটি তিনি জানতে পারবেন । ফাইল সংক্রান্ত কোনও সমস্যা হলে, কর্মী তা নিয়ে সরাসরি কথা বলতে পারবেন পুরনিগমের স্পেশাল কমিশনারের সঙ্গে ।

ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট পুরকর্মীর কর্মজীবনে কোথাও নিয়মভঙ্গ, সাসপেন্ড কিংবা শুনানি বাকি রয়েছে কিনা সেগুলি দেখে নেওয়া হবে এই তিন মাসের মধ্যে । তাঁর ফাইলের প্রতি মুহূর্তের আপডেট পাবেন মোবাইলের এসএমএসের মাধ্যমে । সবকিছু ঠিক থাকলে অবসরের দিনই হাতে দিয়ে দেওয়া হবে পেনশনের কাগজ ৷ পরদিন থেকেই অবসরপ্রাপ্ত পুরকর্মী পেনশনের সুবিধা পাবেন । এই নীতির ফলে পেনশন নিয়ে যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশাবাদী ফিরহাদ হাকিম।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version